প্রযুক্তিগত সমস্যায় গ্রাহকের কাছে গেল ৪কোটি টাকার ইলেকট্রিক বিল

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

কোনও বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়, কোনও অফিসও নয়৷ সাধারণ বসত বাড়ি৷ সেই বাড়িতেই নাকি গত তিন মাসের বিদ্যুতের বিল এসেছে চার কোটি টাকার উপরে! সম্প্রতি এমনই এক ঘটনার সাক্ষী হয়েছেন উত্তরপ্রদেশের নয়ডার বাসিন্দা বসন্ত শর্মা৷ উত্তরপ্রদেশ বিদ্যুৎ বণ্টন নিগম থেকে তাঁর মোবাইলে মেসেজ গিয়েছে৷ সেখানে তিন মাসের বিল দেখাচ্ছে, ৪ কোটি ২ লাখ ৩১ হাজার ৮৪১ টাকা! নয়ডার সেক্টর ১২২-এ শ্রমিক কুঞ্জে ওই বাড়িটিতে ভাড়ায় থাকেন বসন্ত৷ পেশায় রেলকর্মী৷ এখন শিমলায় প্রশিক্ষণ চলছে তাঁর৷ বসন্তের দাবি, নয়ডার ওই বাড়ির বিদ্যুৎ সংযোগ তাঁর স্ত্রী প্রিয়ঙ্কার নামে নেওয়া৷ গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ তাঁর মোবাইলে এসএমএস আসে বিদ্যুৎ বণ্টন নিগম থেকে৷ সেখানে উল্লেখ ছিল, গত তিন মাসে নাকি ৪ কোটি টাকার উপরে বিদ্যুতের বিল এসেছে তাঁদের বাড়িতে৷ অথচ, বাড়িতে খুব সাধারণ কিছু বৈদ্যুতিন সামগ্রী রয়েছে বলেই দাবি বসন্তের৷

মোবাইলে আসা ওই বিলে এটাও বলা ছিল, যদি ২৪ জুলাইয়ের আগে টাকা জমা দেওয়া হয়, তা হলে তাঁকে ২ লাখ ৮৪ হাজার ৯৬৯ টাকা ছাড় দেওয়া হবে৷ মেসেজে এই বিল আসার পর বসন্ত যোগাযোগ করেন বাড়ির মালিকের সঙ্গে৷ পরে ওই এলাকার আবাসিকদের সংগঠনের তরফে বিদ্যুৎ বণ্টন নিগমকে অভিযোগ জানানো হয়৷ যদিও এ বিষয়ে উত্তরপ্রদেশ বিদ্যুৎ বণ্টন নিগমের বক্তব্য, ‘‘কম্পিউটারে কোনও প্রযুক্তিগত সমস্যার কারণে ওই স্বয়ংক্রিয় মেসেজটি চলে গিয়েছিল গ্রাহকের মোবাইলে৷ তবে বিদ্যুৎ বণ্টন নিগমের সিস্টেমে ওই বিলটি সংশোধন করে নতুন বিল পাঠানো হয়েছে বসন্তকে৷ সংশোধনের পর তিন মাসের জন্য বসন্তের বিল এসেছে ২৬ হাজার টাকা৷’’