পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা চালু করল চিন!

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

 বিভিন্ন দেশের চালু ইন্টারনেটের পরিষেবা এখন সেকেন্ডে বড় জোর ১০০জিবি তথ্য দেওয়া নেওয়া করতে পারে৷ কিন্তু চিনের এই নতুন ইন্টারনেট পরিষেবা এক সেকেন্ডে দেওয়া নেওয়া করবে অন্তত ১ টেরাবাইট বা এক টিবি তথ্য৷
একনিমেষে ১০০০জিবি ডেটা এদিক ওদিক৷ অথচ তার মধ্যে এক চুল হোঁচট খাবে না ইন্টারনেট৷ এমনই দ্রুততম গতির ইন্টারনেট চালু করেছে চিন৷ তাদের দাবী এখনও পর্যন্ত সারা পৃথিবীতে এত দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা চালু হয়নি৷
চিনের তিনটি সংস্থা--- সিংহুয়া বিশ্ববিদ্যালয়, চায়না মোবাইল ও হুয়েই প্রযুক্তি এক যোগে এই ইন্টারনেট পরিষেবা তৈরি করেছে৷ নয়া পরিষেবা জুড়ছে চিনের বেজিং, উহান ও গাংঝৌ প্রদেশকে৷ প্রায় তিন হাজার কিলোমিটার দূরত্বের মধ্যে থাকা মানুষজন এই পরিষেবা পাবেন৷
আমেরিকা সদ্য সেকেণ্ডে ৪০০ জিবি ডেটা প্রেরণ করতে পারে এমন শক্তিশালী ইন্টারনেট ব্যবস্থা চালু করেছে৷ কিন্তু চিনের কথা জানার পর অনেকেই বলছেন, চিন আমেরিকাকেও দশ গোল দিল৷  ইতিমধ্যেই দ্রুত গতি ইন্টারনেট পরিষেবা সমস্ত পরীক্ষায় পাশ করেছে এই নেটওয়ার্ক৷