পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ীর দুটি প্রাথমিক বিদ্যালয়ে ১৬ই অক্টোবর, সোমবার রেণেশাঁ আর্টিস্টস এণ্ড রাইটার্স এ্যাসোসিয়েশনের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে চতুর্থবর্ষ প্রারম্ভিক পর্যায়ের গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হল৷ প্রথমে হয় সারদা লায়ন্স সুকলে ও পরে অরঙ্গাবাদ বিবিএম আংশিক বুনিয়াদী বিদ্যালয়৷ প্রথমটিতে ৪৫ জন ও পরের স্কুলটিতে ২৮জন প্রতিযোগী হল তিয়াসা বেজ, তোর্র্স শ্যামল ও সুদীপ্তা মহাকুল৷
অরঙ্গাবাদ বিবি এম আংশিক বুনিয়াদী বিদ্যালয়ে উদ্বোধনী সঙ্গীত ও অতিথি বরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়৷ ছাত্রীরা সমবেত নৃত্য পরিবেশন করে৷ প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা গণের সুযোগ্য পরিচালনায় গল্প বলা প্রতিযোগিতাটি প্রাণবন্ত হয়ে ওঠে৷ চূড়ান্ত প্রতিযোগিতার জন্য সফল তিনজন প্রতিযোগী হল---উপাসনা দাস, সত্যম দেবনাথ ও ঋতন্যা দত্ত৷ বিদ্যালয়ের সমস্ত ছাত্র ছাত্রীর অক্টোবর মাসে জন্ম তাদের জন্মদিন ও পালন করা হয় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শেষে৷ একটি বকুল ও একটি ছাতিম গাছের চারা লাগানো হয়৷ এই বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তিতে ডিসেম্বর মাসে তিনদিন ধরে উৎসবের আয়োজন করা হচ্ছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূর্ণচন্দ্র দণ্ডপাট৷