সংবাদদাতা
পি.এন.এ.
সময়
হিমালয়ের ২২ হাজার ফুট উচ্চতায় ঔষধে গুণসম্পন্ন ৫৫০ ধরণের বিভিন্ন প্রজাতির ভেষজ গাছের সন্ধান পেল পতঞ্চলি৷ পশ্চিমবঙ্গে সংস্থার পক্ষ থেকে বিনিয়োগের পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন পতঞ্জলি আয়ুবেদের কর্ণধার আচার্য বালকৃষ্ণ৷ তিনি বলেন এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে যথেষ্ট উদ্যোগ নেওয়া হয়নি৷ তাই আমরা সংস্থার পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি৷ হিমালয়ের কোলে প্রকৃতির মধ্যে ছড়িয়ে রয়েছে আয়ুর্বেদের সম্পদ৷ ৪২ বছর আগে ইন্দো-ফ্রান্স যৌথ উদ্যোগে দুর্লভ গাছ গাছালির সন্ধানে অভিযান হয়েছিল৷ তারপর বহু বছর পেরিয়ে গেলেও আরও কোনও উদ্যোগ নেওয়া হয়নি৷ গঙ্গোত্রী থেকে গোমুখ পেরিয়ে তপোবন সংলগ্ণ হিমবাহ এলাকার আড়ালে বিশাল সম্পদ থেকে ৫৫০ রকম গাছ সংগৃহীত হয়েছে৷ এবার তার ক্লিনিক্যাল পরীক্ষার মাধ্যমে জানা যাবে কোন গাছ কোন রোগ নিরাময় কাজ দেবে৷ তার ভিত্তিতে তৈরী হবে ভেষজ ওষুধ৷