পুইনান আনন্দমার্গ স্কুলে সাংস্কৃতিক  অনুষ্ঠান

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

 গত ২৯শে ফেব্রুয়ারী সন্ধ্যায় পুইনান আনন্দমার্গ স্কুলের ছাত্র-ছাত্রারা পরিবেশন করল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান৷ বার্ষিক অনুষ্ঠান উপলক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে  স্কুলের  ছাত্র-ছাত্রারা অত্যন্ত সুচারুরূপে রূপে পরিবেশন করল ইংরাজী রাইমস্, বাংলাছড়া, সঙ্গীত ও নৃত্য৷ শ্রী প্রভাতরঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য দর্শকদের কাছে যথেষ্ট হৃদয়গ্রাহী হয়৷ অনুষ্ঠানের আর এক আকর্ষণ ছিল শ্রী প্রভাতরঞ্জন সরকার রচিত গল্প অবলম্বনে নাটক ‘যখের ধন’৷ নাটক পরিচালনা করেন বাবলু পাল ও অসিত মান্ডি৷ নৃত্য পরিচালনা করেন টুইঙ্কেল মান্না৷

অনুষ্ঠানে রূপায়ন ও পরিচালনায় অক্লান্ত পরিশ্রম করেন স্কুলের সকল শিক্ষকবৃন্দ

অনুষ্ঠানে অভিভাবক ছাড়াও গ্রামবাসীদের  অনেকেই  উপস্থিত ছিলেন৷

অনুষ্ঠানে সম্মানীয় অতিথিরূপে উপস্থিত ছিলেন আনন্দমার্গ হুগলী ডায়োসিস সেক্রেটারী আচার্য সুবিকাশানন্দ  অবধূত, ভুক্তিপ্রধান  মৃণালকান্তি রায়, প্রাক্তন ভুক্তি প্রধান স্নেহময় দত্ত ও জয়দেব ঘোষ৷