পুইনান আনন্দমার্গ স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৭ই মার্চ হুগলী জেলার পোলবা ব্লকের অন্তর্গত পুইনান আনন্দমার্গ প্রাইমারী স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হ’ল৷ এই উপলক্ষ্যে স্কুলের ছাত্র-ছাত্রারা স্কুলের অভিভাবকবৃন্দ গ্রামবাসীদের একটি সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দিল৷ ওই দিন সন্ধ্যায় প্রকৃতি কিছুটা বিমুখ ছিল৷ কিন্তু তাকে সম্পূর্ণ উপেক্ষা করে দর্শকবৃন্দ শেষ পর্যন্ত উপস্থিত থেকে শিশুদের পরিবেশিত অনুষ্ঠান উপভোগ করেন ও স্কুলের শিশুদের উৎসাহ দান করেন৷ অনুষ্ঠানে বিভিন্ন বাংলা ছড়া, ইংরাজী রাইমস, রবীন্দ্র সঙ্গীত ও প্রভাতরঞ্জন সরকার রচিত ও সুরারোপিত প্রভাত সঙ্গীত ও প্রভাত সঙ্গীত অবলম্বনে সমর্পিতা মিস্ত্রীর নির্দেশনায় নৃত্য পরিবেশন করে৷ সবশেষে মঞ্চস্থ করে একটি নাটক৷ অনুষ্ঠানটি দর্শকবৃন্দ কর্তৃক প্রশংসিত হয়৷

অনুষ্ঠানে ২০১৮ শিক্ষাবর্ষের স্কুলের কৃতি ছাত্র-ছাত্রাদের পুরস্কার প্রদান করা হয়৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনন্দমার্গের প্রবীণ সন্ন্যাসী আচার্য বাসুদেবানন্দ অবধূত, হুগলী ভুক্তির পক্ষে স্নেহময় দত্ত, মহাদেব কুণ্ডু, স্থানীয় প্রবীণ আনন্দমার্গী জয়দেব ঘোষ, অসীম ঘোষ প্রমুখ৷

পুইনান স্কুলের শিক্ষকবৃন্দের অকুণ্ঠ সহযোগিতায় অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়৷