পুন্দাগে বার্ষিক ‘বাবা নাম কেবলম্‌’ নাম সংকীর্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

পুন্দাগ বাজারে স্থানীয় আনন্দমার্গ শাখার উদ্যোগ ও সহায়তায় ৭-৮ ডিসেম্বর, ২০২৪ তারিখে ২৪ঘণ্টার অখণ্ড ‘বাবা নাম কেবলম্‌’ নাম সংকীর্ত্তনের আয়োজন করা হয়৷ আধ্যাত্মিক উন্নতি ও সামাজিক শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে এই মহতী উদ্যোগটি আধ্যাত্মিক উন্মেষ ও সমষ্টিগত কল্যাণের এক অনন্য নিদর্শন হিসেবে চিহ্ণিত হয়েছে৷

অনুষ্ঠান উপলক্ষ্যে সম্মিলিত ঈশ্বর প্রণিধান, বর্ণার্ঘ্যদান, স্বাধ্যায়, তত্ত্বসভা ও নারায়ণ সেবার মতো নানান কর্মসূচি আয়োজিত হয়, যা উপস্থিত সবার মধ্যে ভক্তি, সম্প্রীতি ও সেবার মনোভাবকে জাগ্রত করে৷