পুঁজিবাদী শোষণ ও দুর্নীতির জাল ছিন্ন করতে সমবায় ব্যবস্থাকে সফল করে তুলতে হবে

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

প্রবীন আমরা বাঙালী নেতা শ্রী মনতোষ মণ্ডল তাঁর বোকারো বাস ভবনে এক আলোচনায় বলেন--- সারাদেশে পুঁজিবাদী শোষণ ও দুর্নীতির জাল বিস্তার করেছে৷ এর থেকে শোষিত জনগণকে মুক্তির পথ দেখাতে পারে একমাত্র সমবায় আন্দোলন৷ এ বিষয়ে সুনির্দিষ্ট পথ নির্দেশনা আছে শ্রীপ্রভাতরঞ্জন সরকারের সামাজিক অর্থনৈতিক তত্ত্ব যা প্রগতিশীল উপযোগ তত্ত্ব বা সংক্ষেপে প্রাউট নামে পরিচিত৷

শ্রী মণ্ডল বলেন পুঁজিবাদী শোষকরা তাদের শোষণ কায়েম রাখতে কখনই সমবায় ব্যবস্থাকে সফল হতে দেবে না৷ কারণ সমবায় সফল হলে আর্থিক ক্ষমতা স্থানীয় মানুষের হাতে চলে যাবে৷ প্রাউটের বিকেন্দ্রিত আর্থিক ব্যবস্থায় অর্থনৈতিক অঞ্চলগুলি গড়ে উঠবে একই অর্থনৈতিক সমস্যা, একই ধরণের সম্পদ ও সম্ভাবনা, জাতিগত সাদৃশ্য, সাধারণ ভৌগোলিক বৈশিষ্ট্য, একই সাধারণ সামাজিক সাংস্কৃতিক বন্ধন--- যেমন ভাষা সাংস্কৃতিক বৈশিষ্ট্য সাংবেদনিক উত্তরাধিকার প্রভৃতির ভিত্তিতে গড়ে ওঠা জনগোষ্ঠীকে নিয়ে৷ এই জনগোষ্ঠীর ওপর থাকবে আর্থিক ব্যবস্থা পরিচালনার দায়িত্ব৷ এখানে বহিরাগতের স্থান হবে না৷ তাই প্রাউটের সমবায়-ব্যবস্থা গড়ে উঠবে একটি অর্থনৈতিক অঞ্চলের স্থানীয় জনমণ্ডলীর শ্রমে ও বুদ্ধিতে একই অর্থনৈতিক কাঠামোয় একই প্রয়োজনের তাগিদে ও হাতের কাছে থাকবে উৎপন্ন বস্তুর বাজার৷

ঠিকপথে পরিচালিত হলে সমবায় ব্যবস্থা ব্যষ্টি মালিকানার ত্রুটি থেকে মুক্ত হবে৷ এ ব্যাপারেও প্রাউট তিনটি তত্ত্বের উল্লেখ করেছে সমবায় ব্যবস্থাকে সফল করতে নৈতিকতা, শক্তিশালী প্রশাসন ও জনগণের দ্বারা আন্তরিকভাবে সমবায়কে গ্রহণ করা৷ শ্রী মণ্ডল পরিশেষে বলেন তাই সমবায় ব্যবস্থা সফল করতে প্রয়োজন সৎনীতিবাদী নেতৃত্বের৷ সেই সঙ্গে জনগণকে শিক্ষিত সচেতন করে গড়ে তুলতে হবে যাতে তারা সমবায়ের উপকারিতা বুঝতে পারে৷

কিন্তু ভারতের মতো পুঁজিবাদী অর্থনৈতিক কাঠামোয় সমবায়-ব্যবস্থা কখনই সফল হবে না৷ কারণ পুঁজিবাদী শোষক, অর্থনৈতিক ব্যবস্থার বিভিন্ন ক্ষেত্রের দালাল ফোড়েরা কখনই আর্থিক ব্যবস্থাকে সফল হতে দেবে না৷ তাই প্রথমেই প্রয়োজন ধনতান্ত্রিক আর্থিক নীতি ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন ও রাষ্ট্রের আর্থিক কাঠামোয় আমূল পরিবর্তন৷ তবেই সমবায় ব্যবস্থার সফল রূপায়ন সম্ভব হবে৷