বর্ষীয়ান প্রাউটতাত্ত্বিক শ্রী প্রভাত খাঁ বলেন পেগাসাস নিয়ে আজ দেশে তোলপাড় হচ্ছে৷ কিন্তু আসল কথাটা কেউ বলছে না৷ গোটা দেশে -শুধু কেন, সমগ্র মানব সমাজ আজ পুঁজিবাদের ফ্যাসিস্ট শোষণের নিষ্পেষণে ওষ্ঠাগত-প্রাণ৷ ফ্যাসিস্ট শোসক আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিকে হাতিয়ার করে সামাজিক অর্থনৈতিক - সাংস্কৃতিক - রাজনৈতিক সমাজের সর্বস্তরে শোষণের জাল-বিস্তার করেছে৷ পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে নাগরিক জীবনের সর্বস্তরে যে ব্যাপক নজরদারী চলছে এও পুঁজিবাদী শোষণের কৌশল৷ সরকার তো পুতুলমাত্র৷ যেই ক্ষমতায় আসুক সেই-ই শোষকের হাতের পুতুল হয়ে যায়৷ তাই মানুষের অস্তিত্ব যে আজ বিপর্যয়ের প্রান্তসীমায় এসে দাঁড়িয়েছে এর জন্যে দায়ী পুঁজিবাদী শোষক গোষ্ঠী৷
শ্রী খাঁ বলেন--- দীর্ঘ ৭৪ বছর ধরে আমরা যে শাসক ও বিরোধী দলের লড়াই দেখে আসছি তা মানুষকে শোষণের জাল থেকে মুক্ত করতে নয়, এ লড়াই পুতুল হবার লড়াই৷ তাই মানব সমাজের এই বিপর্যয়ের জন্যে দায়ী পুঁজিবাদী শোষকের দিকে কেউ আঙ্গুল তোলে না৷
পেগাসাস স্পাইওয়ারের ব্যবহার নিয়ে শ্রী খাঁ বলেন বিজ্ঞানতো নিত্য নূতন জিনিস আবিষ্কার করবেই৷ কিন্তু সতর্ক থাকতে হবে তা যেন দানবীয় শক্তির হাতে না চলে যায়৷ কিন্তু যেখানে রক্ষকই ভোক্ষক সেখানে কে বাঁচাবে সমাজকে! গণতান্ত্রিক মুখোশের আড়ালে শাসকই যেখানে দানবীয় শক্তির আধার, সেখানে বিপর্যয় অনিবার্য৷
তিনি বলেন এই বিপর্যয় থেকে মানব সমাজকে রক্ষা করতে চাই সুষ্ঠু পরিকল্পনা ও যোগ্য নেতৃত্ব৷ যার কোনটাই বর্তমান শাসক ও বিরোধী দলের হাতে নেই৷ আজ সবার আগে চাই আধ্যাত্মিক শক্তিতে বলীয়ান নীতিবাদের ওপর কঠোরভাবে প্রতিষ্ঠিত আদর্শ ব্যষ্টির নেতৃত্ব যারা জনগণের সর্বাত্মক কল্যাণে আত্মনিয়োগ করবে, শোষণকে সমূলে উৎপাটন করে একটি সুদূঢ় সামাজিক অর্থনৈতিক সংরচনার মাধ্যমে সমাজকে সার্বিক উন্নয়ণের পথে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে৷
প্রগতিশীল উপযোগতত্ত্ব তথা প্রাউটই শোষণমুক্ত সমাজ ঘটনের পথ দেখিয়েছে৷ প্রাউটের পরিকল্পনায় পৃথিবীতে একাধিক সামাজিক -অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে হবে৷ এই অঞ্চলগুলি গড়ে তুলতে ছয়টি বিষয়ের দিকে দৃষ্টি দিতে হবে৷ সেগুলি হলো--- স্থানীয় জনগণের সার্বিক কর্মসংস্থান, সার্বিক শিল্পবিকাশ, বহির্পণ্যের আমদানি এড়িয়ে চলা, স্থানীয় ভাষা শিক্ষার মাধ্যম, যোগাযোগের প্রাথমিক মাধ্যম স্থানীয় ভাষা, স্থানীয় সামাজিক অর্থনৈতিক দাবী৷
এই পরিকল্পনা বাস্তবে রূপ পেলে অর্থনৈতিক ক্ষমতা স্থানীয় জনসাধারণের হাতে চলে আসবে৷ প্রাউটের এই বিকেন্দ্রিত অর্থনৈতিক পরিকল্পনার বাস্তবায়নের মাধ্যমেই পুঁজিবাদের অবিরাম অর্থনৈতিক শোষণ বন্ধ হবে৷