পুঁজিপতি  চুক্তির  ফাঁদে  লাল - হলুদ  শিবির

সংবাদদাতা
ক্রীড়া প্রতিনিধি
সময়

সকলের প্রিয় ও সমর্থকদের হৃদয়ের একমাত্র স্পন্দন  লাল-হলুদ শিবির আজ বড় বিপদের মুখে, জানা যাচ্ছে লাল হলুদ ক্লাবটি বিক্রির সামনে দাঁড়িয়ে আছে৷ ক্লাবকে বাঁচাতে গিয়ে একোন বিপদের মুখে ঠেলে দিয়েছেন ক্লাব কর্তৃপক্ষরা৷  ক্লাবকে অর্থনৈতিক ভাবে সবল করার জন্য তারা যে ক্লাবকে বিক্রির পথে ঠেলে দিয়েছেন সেটা তারা বুঝতে পারছেন না৷ ক্লাবে ইনভেসটারের অভাব দেখা দিয়েছিল তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর তাঁদের ইনভেসটার জোগাড় করতে  সাহায্য করেছিলেন৷ কিন্তু এখন যে দিকে মোড় নিচ্ছে যদি ইষ্টবেঙ্গল শ্রী সিমেন্ট লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হলে চূড়ান্ত বিপদের মুখে পড়বে৷ চুক্তির জাঁতাকলে ক্লাবটির ভবিষ্যৎ আঁধারের দিকে ধেয়ে যাবে৷

রাজ্যের মুখ্যমন্ত্রীর সহযোগিতায়  ইস্টবেঙ্গলের  দিকে সহযোগিতার হাত বাড়ায় শ্রী সিমেন্ট৷ সেটাতে রাজিও হন ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ৷ ইস্টবেঙ্গলের  সচিব  মনোনীত প্রতিনিধি শ্রী সৈকত গঙ্গোপাধ্যায় এই সিদ্ধান্ত নিয়েছেন স্বাক্ষর করা  উচিত হবে৷

যে বিপদের কথা আশঙ্কা করা হচ্ছে, যা হল  এই চুক্তিপত্রে সই করলে সেই ঐতিহ্য, সমর্থকদের ভালোবাসার জগৎটাই ধূসরময় হয়ে যাবে৷  চুক্তিপত্রের জাঁতাকলে কেটে ঘটিবাটি সুদ্ধ বিক্রি হয়ে যাবে প্রাচীন ইস্টবেঙ্গল ক্লাব৷ আর সমর্থকদের তো দূর দূর করে তাড়িয়ে দেওয়া হবে ক্লাব থেকে৷ অস্তিত্ব রক্ষার নামে যে ক্লাবকে নিলামে তোলা হয়েছে৷ তা এখন তারা কি বুঝতে পারছেন না৷ এই চুক্তি স্বাক্ষরিত হলে এত বছর পুরোনো এই ক্লাবের পুরো ঐতিহ্যটা নষ্ট হয়ে যাবে৷