পুঁজিপতি তোষণের  কারণে  বড় বড় ব্যাঙ্কগুলিতে  লোকসান, অথচ লাভ হচ্ছে সমবায় ব্যাঙ্কগুলিতে

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

রাষ্ট্রায়াত্ত বড় বড় ব্যাঙ্কগুলিতে লোকসানের পরিমাণ ৮৭ হাজার কোটি  ছাড়িয়ে  গেলেও  সমবায় ব্যাঙ্কগুলি প্রতিবছর  কোটি কোটি  টাকা লাভ করছে৷

সমবায় সফল হয় না--- এমনই একটি ধারণা মানুষের  মধ্যে  ছড়ানো হয়েছে৷ প্রকৃতপক্ষে পুঁজিবাদীদের স্বার্থেই যে এই অপপ্রচার, তা প্রমাণ  হয়ে গেল৷  ষ্টেটব্যাঙ্ক, পঞ্জাব ন্যাশন্যাল ব্যাঙ্ক  প্রভৃতি  বড় বড়  ব্যাঙ্কে বিপুল পরিমাণ  লোকসান  হলেও এ  রাজ্যে সমবায় ব্যাঙ্কগুলির লাভের  পরিমাণ প্রতিবছর  বৃদ্ধি পাচ্ছে৷ যদিও সমবায়  ব্যাঙ্কগুলি গ্রামের গরীব মধ্যবিত্ত কৃষিজীবি, ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প মালিক--- এদের  ঋণ দেয়৷  প্রাকৃতিক  দুর্র্যেগসহ  নানান্ কারণে  এঁরা ঠিকসময়ে  ঋণশোধ করতে পারেন না৷

এত প্রতিকূলতার মধ্যদিয়েও সমবায় ব্যাঙ্কগুলি প্রতি বছর লাভ করে যাচ্ছে ও জনগণের  সম্পদ বৃদ্ধি  করছে৷ কিন্তু উল্লেখিত বৃহৎ  ব্যাঙ্কগুলি থেকে বড় বড় পুঁজিপতিরা  বিপুল পরিমাণ অর্থ ঋণ নিয়েও ইচ্ছা করে ফাঁকি  দিচ্ছেন, তা সত্ত্বেও ব্যাঙ্কের  আধিকারিকরা  তাদের ঋণ দিয়ে চলেছেন ও নানান্ ব্যাঙ্ক জালিয়াতিতে সহযোগিতা করছেন৷ ফলে বছর বছর ব্যাঙ্কগুলি লোকসানের সম্মুখীন হচ্ছে ও দেশকে  ডোবাচ্ছে৷