সংবাদদাতা
পি.এন.এ.
সময়
জলবায়ু ও পরিবেশ রক্ষার লড়াইয়ে গ্রেটা থুনবার্গের খ্যাতি বিশ্বজোড়া৷ তাঁর সংগ্রামকে স্বীকৃতি দিতে নরডিক কাউন্সিল গ্রেটাকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেয়৷ পরিবেশ রক্ষার বিষয়ে নরডিক রাষ্ট্রগুলি অনেক বেশী সচেতন৷ ডেনমার্ক, নরওয়ে, আইসল্যাণ্ড ও গ্রেটার নিজের দেশ সুইডেন প্রভৃতি নরডিক রাষ্ট্রগুলি পরিবেশ রক্ষায় বিশ্বে অগ্রবর্তী হলেও জীবাশ্ম জ্বালানি ব্যবহারে তারা বেহিসাবী৷ এরই প্রতিবাদে গ্রেটা নরডিক কাউন্সিলের কাছ থেকে পুরস্কার নিতে অস্বীকার করেন৷ তাঁর নিজের দেশ সম্পর্কে গ্রেটার মন্তব্য---এরা এমনভাবে জীবাশ্ম জ্বালানী ব্যবহার করছে যেন পৃথিবীতে চারটি গ্রহের সমান জীবাশ্ম জ্বালানি ভরা আছে!