পুরুলিয়া আনন্দমার্গ সুকলে ১০০ ঘন্টা অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

পরম আরাধ্য শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর জন্মশতবর্ষ উপলক্ষ্যে পুরুলিয়া আনন্দমার্গ স্কুলে ১০০ ঘন্টা ব্যাপি অখণ্ড ‘বাবা নাম কেবলম্‌’কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ ৩রা মার্চ সকাল ৮-৩০ মিনিট থেকে ৭ই মার্চ দুপুর ১২-৩০ মিনিট পর্যন্ত কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ উপলক্ষ্যে প্রত্যহ নারায়ণ সেবার আয়োজন ছিল৷ ৫ই মার্চ ছিল দধীচি দিবস৷ কীর্ত্তনের ভাবগম্ভীর আধ্যাত্মিক পরিবেশের মধ্যে কীর্ত্তন মন্ডপেই পঞ্চদধিচীর উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপন করেন উপস্থিত ভক্ত মণ্ডলী৷ ৫,৬,৭ই মার্চ তিন দিন আলোচনা সভাও অনুষ্ঠিত হয় স্কুল প্রাঙ্গনে৷ ৬ই মার্চ বৈকাল ৪টা থেকে সন্ধ্যায় ৬টা পর্যন্ত একটি কীর্ত্তন শোভাযাত্রা পুরুলিয়া শহর পরিক্রমা করে৷ কীর্ত্তনের ভাবতরঙ্গ ও সুরমুর্চ্ছনায় স্বর্গীয় আনন্দে আপ্লুত হয়ে বহু সাধারণ মানুষ কীর্ত্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন৷ অনেকেই আনন্দমার্গের আদর্শে দিক্ষিত হন৷ ১০০ ঘন্টাব্যাপি কীর্ত্তন শেষে মিলিত সাধনার পর আনন্দমার্গ ও আনন্দমূর্ত্তিজী সম্পর্কে মনজ্ঞ বক্তব্য রাখেন আচার্য মোহনানন্দ অবধূত, আচার্য অনুপমানন্দ অবধূত  ও আচার্য বিশ্বমিত্রানন্দ অবধূত ৷ অনুষ্ঠান সফল করতে সর্বতভাবে সাহায্য করেন ডায়োসিস সেক্রেটারী কৃতাত্মানন্দ অবধূত, ভুক্তিপ্রধান প্রফুল্ল কুমার মাহাত, শাখা সচিব মানস রায় ও স্থানীয় মার্গী ভাই বোনেরা৷