পুরুলিয়া, আনন্দনগর আগরতলায় সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৪,১৫,১৬ই জুলাই পুরুলিয়া, আনন্দনগর ও ত্রিপুরা আগরতলায় আনন্দমার্গ দর্শন ভিত্তিক আলোচনাসভা অনুষ্ঠিত হয়৷ তিনদিনের এই আলোচনা সভায় আনন্দমার্গ দর্শনের সামাজিক, অর্থনৈতিক ও আধ্যাত্মিক বিষয়ের ওপর আলোকপাত করেন আচার্য সুতীর্থানন্দ অবধূত, আচার্য নির্মলশিবানন্দ অবধূত,

আচার্য তথাগতানন্দ অবধূত, আচার্য তন্ময়ানন্দ অবধূত প্রমুখ৷ আলোচনায় সমাজের তাৎপর্য ও আধ্যাত্মিক অনুশীলনের গুরুত্ব বিষয়ের উপর আলোকপাত করেন প্রশিক্ষকগণ আলোচনার মূল বিষয় ছিল ভাগবৎ ধর্ম,সাফল্যলাভের মূলীভূত কারণ, মাইক্রোবাইটাম ও মানব দেহমনে তার প্রভাব ও দ্বন্দ্বাত্মক ভৌতিকতাবাদ৷ প্রতিটি জায়গায় স্থানীয় মার্গী ভাইবোনেরা বিপুল উৎসাহ ও উদ্দীপনায় সেমিনারে অংশগ্রহণ করেন বর্তমান সামাজিক বিপর্যয় থেকে মানুষকে উদ্ধার করতে আনন্দমার্গ দর্শনের বাস্তবায়নের গুরুত্ব উপস্থিত সকলেই উপলব্ধি করেন৷ এছাড়া কেরালায় ত্রিচুর ও দিল্লী সেক্টরের অন্যান্য ডায়োসিসেও সেমিনার অনুষ্ঠিত হয়৷