পুরুষদের পর মহিলাদের অ্যাশেজেও জয় অস্ট্রেলিয়ার = ইংল্যাণ্ডকে  হারিয়ে উল্লাস অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেটারদের

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

পুরুষদের পর এবার অস্ট্রেলিয়ার মহিলারাও টেষ্ট জিতে নিল৷ বল হাতে চমক দিলেন অ্যাশলি গার্ডনার৷ দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট নিলেন তিনি৷ গার্ডনারের ঘূর্ণির জবাব দিতে পারেনি ইংল্যাণ্ডের ব্যাটাররা৷ ফলে ৫ দিনের মাথায় প্রথম সেশনেই শেষ হয়ে গেল খেলা৷ ৮৯ রানে জিতে গেলেন অ্যালিসা হিলিরা৷ মহিলাদের অ্যাশেজে একমাত্র টেস্ট জিততে পাঁচ নং দিনে অস্ট্রেলিয়ার দরকার ছিল ৫ উইকেট, অন্যদিকে ইংল্যাণ্ডের দরকার ছিল ১৫২ রান৷ ড্যানিয়েল ওয়েট ছাড়া ইংল্যাণ্ডের সে রকম কোনও ব্যাটার বাকি ছিল না৷ সেই হিসাবে সুযোগ বেশি ছিল অস্ট্রেলিয়ার৷ সেটাই করে দেখাল তারা৷ ইংল্যাণ্ডের ৫ উইকেট ফেলতে শেষ দিনের প্রথম সেশনে মাত্র ২১ ওভার লাগল অস্ট্রেলিয়ার বোলারদের৷ অর্থাৎ একমাত্র বোলার গার্ডেনারের৷ কারণ শেষের পাঁচটা উইকেট গার্ডেনার নিয়েছেন৷   পঞ্চম দিনের শুরুতেই গার্ডেনারকে আক্রমণে আনেন অস্ট্রেলিয়ার অধিনায়ক হিলি৷ গার্ডনার নিরাশ করেননি অধিনায়ককে৷ শুরুতেই কেট ক্রসকে আউট করেন তিনি৷ ৷ তার পরে সাজঘরে ফেরেন অ্যামি জোনস৷ দু’টি ক্ষেত্রেই হিলির অবদান রয়েছে৷ এইভাবে একে একে পাঁচ পাঁচটি উইকেট তুলে নেয় গার্ডনার আর শেষে পুরুষদের মতো অস্ট্রেলিয়ার মহিলারা ক্রিকেটাররা  অ্যাশেজে জয়লাভ করে৷