বর্তমান সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক পরিবেশ বিষাক্ত হয়ে উঠেছে দুর্নীতি, কালোবাজারি, অর্থনৈতিক বৈষম্য, ধর্মের নামে ব্যভিচার, শিল্প সাহিত্য সংস্কৃতির অঙ্গনে অশ্লীলতা, শিক্ষার অঙ্গনে উচ্ছৃঙ্খলতা সমাজকে প্রতিনিয়ত কলুষিত করছে৷ দুর্বিষহ হয়ে উঠেছে মানুষের জীবন৷ বর্তমান রাজনৈতিক দলগুলোর নামে যতই ফারাক থাক, চরিত্রগতভাবে সকলেই এক৷ তাই আজকের দিশাহারা সমাজকে সঠিক পথ দেখাতে ব্যর্থ এই রাজনৈতিক দলগুলো৷ এই পরিস্থিতিতে প্রাউটিষ্ট ইয়ূনিবার্সাল এগিয়ে এসেছে একটি বলিষ্ঠ ও সুনির্দিষ্ট অর্থনৈতিক পরিকল্পনা নিয়েও সমস্ত প্রকারভেদ বিভেদ বিদ্বেষ বর্জিত শোষণমুক্ত এক আদর্শ ঐক্যবদ্ধ মানব সমাজ গড়তে৷
এই উপলক্ষে গত ১০-১১ সেপ্ঢেম্বর পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন শহরে প্রাউটিষ্ট ইয়ূনিভার্সাল এর পক্ষ থেকে এক পরিক্রমার আয়োজন করা হয়েছিল৷ এই পরিক্রমায় বিভিন্ন বক্তা প্রাউটের আধ্যাত্মিক ও নব্য মানবতাবাদ ভিত্তিক সামাজিক অর্থনৈতিক পরিকল্পনা বিভিন্ন দিক তুলে ধরেন৷ পরিক্রমা শুরু হয় পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট বাঁপুরহাট থেকে ১০ই সেপ্ঢেম্বর সকাল ৮টায়৷ কোলাঘাট স্টেশন, দেউলিয়া বাজার, পুলসিটা, খনাডিহি হয়ে যশোড়া স্কুল৷ অপরাহ্ণে খুকড়দা, কেশপাট, গোসাইবেড় হয়ে বাকুলদা স্কুলে রাত্রি বাস৷
গত ১১ই সেপ্ঢেম্বর বাকুলদা, মহৎপুর, পাঁশকুড়া পুরানো বাজার হয়ে জোড়া পুকুর, রঘুনাথবাড়ি ও অপরাহ্ণে পাঁশকুড়া স্টেশন সংলগ্ণ বাজারে পথসভার মাধ্যমে পরিক্রমা সমাপ্ত হয়৷ এই পরিক্রমায় বক্তব্য রাখেন নিতাই মণ্ডল, আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত, আচার্য অমৃতবোধানন্দ অবধূত প্রমুখ৷ সমগ্র অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে সুচারুরূপে সঞ্চালন করেন আচার্য প্রমথেশানন্দ অবধূত, আচার্য ত্রিগুণাতীতানন্দ অবধূত, আচার্য শিবপ্রেমানন্দ অবধূত, ভুক্তি প্রধান শ্রীসুভাষ প্রকাশ পাল ও প্রাউট ভুক্তি প্রধান শ্রীমানস কালসার৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন প্রাউটিষ্ট ইয়ূনিভার্সালের কেন্দ্রীয় সংঘটন সচিব আচার্য সুপ্রভানন্দ অবধূত৷ তাঁকে সর্বতোভাবে সাহায্য করেন পূর্বমেদিনীপুর জেলার ভুক্তি প্রধান সুভাষ পাল, প্রাউট ভুক্তি প্রধান মানস কালসার প্রমুখ৷