পূর্ব মেদিনীপুরে সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

ডায়োসিস স্তরের সেমিনার শেষ হওয়ার পর পূর্ব মেদিনীপুরে বিভিন্ন ব্লকস্তরে সেমিনার চলছে৷ গত ২০শে ফেব্রুয়ারী কোলাঘাটে ব্লকস্তরের সেমিনার অনুষ্ঠিত হয়৷ সেমিনারে প্রশিক্ষক ছিলেন আচার্য শিবপ্রেমানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দনবীনা আচার্যা, সেমিনারের আয়োজক ছিলেন হিরন্ময় পাঁজা৷ ব্লকের প্রায় ৪০জন কর্মী সেমিনারে অংশগ্রহণ করেন৷ ওইদিন হলদিয়া মিউনিসিপ্যাল ব্লকের সেমিনারও অনুষ্ঠিত হয়৷ এখানে প্রশিক্ষক ছিলেন শুভেন্দু ঘোষ৷ আয়োজক ছিলেন সীতেন্দু  দাস অধিকারী৷

গত ২৩,২৪ ও ২৫শে ফেব্রুয়ারী ভগবানপুর ব্লকের সেমিনার অনুষ্ঠিত হয়৷ সেমিনারের আয়োজন করেছিলেন স্থানীয় আনন্দমার্গ ইয়ূনিটের কর্মী শ্যামল সাঁতরা৷ প্রশিক্ষক ছিলেন আচার্য পরিতোষানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দ অদৈত্যা আচার্যা৷ এখানে বেশ কয়েকজন ছেলে মেয়ে আনন্দমার্গের আদর্শে অণুপ্রাণিত হয়ে যোগ অভ্যাসের পদ্ধতি শেখেন৷ ১০ই ফেব্রুয়ারী রামনগর ব্লকের সেমিনার  অনুষ্ঠিত হয়৷ আয়োজক ছিলেন শ্রী শীর্ষেন্দু বিকাশ কুন্ডু৷ প্রশিক্ষক আচার্য শিবপ্রেমানন্দ অবধূত৷

গত ২৫ ও ২৬শে ফেব্রুয়ারী কাঁথি ডিটস্তরের সেমিনার অনুষ্ঠিত হয়৷সেমিনারের আয়োজক ছিলেন শ্রীলক্ষ্মণ বেরা৷ প্রশিক্ষক ছিলেন আচার্য রবিশানন্দ অবধূত, অবধূতিকা আনন্দনবীনা আচার্র্য ও আচার্য শিবপ্রেমানন্দ অবধূত৷