সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ৩১শে মার্চ পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ডিটের সেমিনার অনুষ্ঠিত হয় পাঁশকুড়া খেজুরতলা আনন্দমার্গ আশ্রমে৷ তমলুক ডিটের বিভিন্ন ব্লকের শতাধিক মার্গী-ভাই-বোন উপস্থিত ছিলেন৷ সকাল ৯টায় প্রভাত সঙ্গীত পরিবেশন ও ‘ৰাৰা নাম কেবলম্’ কীর্ত্তন ও মিলিত ঈশ্বর প্রণিধানের মধ্য দিয়ে আলোচনা সভার সূচনা হয়৷ সেমিনারে আনন্দমার্গ দর্শনের আধ্যাত্মিক সামাজিক ও অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেন আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত ও শুভেন্দু ঘোষ৷ সেমিনারের ব্যবস্থাপনায় ছিলেন মেদিনীপুর ডায়োসিসের সচিব আচার্য কৃষ্ণনাথানন্দ অবধূত ও জেলার ভুক্তিপ্রধান শ্রী সুভাষপ্রকাশ পাল লক্ষণ বেরা প্রমুখ৷ তাঁদের সহযোগিতা করেন স্থানীয় ইয়ূনিটের মার্গী ভাইবোনেরা৷