সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ১৮ই আগষ্ট পূর্বমেদিনীপুরের বিশিষ্ট আনন্দমার্গ শ্রী অশ্বিনী ভুইঞা পরলোক গমন করেন৷ তাঁর বয়স হয়েছিল ৭৮ বৎসর৷ তিনি পূর্বমেদিনীপুর ভি.এস.এস ভুক্তিপ্রধান লক্ষ্মন বেরার শ্বশুর হন৷ ২০শে আগষ্ট রবিবার তাঁর শ্রাদ্ধানুষ্ঠান মার্গীয় প্রথায় সম্পন্ন হয়৷ উপস্থিত ছিলেন, কন্যা-জামাতা আত্মীয় স্বজন ও মার্গীভাই-বোনেরা৷ অনুষ্ঠান পরিচালনা করেন আচার্য প্রাণাধীশানন্দ অবধূত৷