প্যারালিম্পিক্সে অংশগ্রহণ করেই সোনা জিতলেন নীতেশ কুমার

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

প্যারিস প্যারালিম্পিক্সে দ্বিতীয় সোনা এল ভারতে৷ পুরুষদের ব্যাডমিন্টনের সিঙ্গলসে এসএল থ্রি ইভেন্টে সোনা জিতলেন নীতেশ কুমার৷ ফাইনালে তিনি গ্রেট ব্রিটেনের ড্যামিয়েল বেথেলকে হারালেন ২১-১৪, ১৮-২১, ২৩-২১ ব্যবধানে৷ সব মিলিয়ে নবম পদক জিতল ভারত৷ ব্যাডমিন্টনে প্রথম নীতেশকে নিয়ে প্রথম থেকেই সোনার পদকের প্রত্যাশা ছিল৷ অলিম্পিক্সের এসএল থ্রি বিভাগে ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলেন শীর্ষ বাছাই৷ ফাইনালে তাঁকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেন দ্বিতীয় বাছাই ব্রিটেনের বেথেল৷ প্রথম গেমে শুরু থেকেই আগ্রাসী ছিলেন নীতেশ৷ তেমন একটা সুবিধা করতে পারেননি ব্রিটিশ খেলোয়াড়৷ ২১-১৪ ব্যবধানে জিতে এগিয়ে যান ভারতীয়৷ দ্বিতীয় গেমেও ভাল শুরু করেছিলেন নীতেশ৷ একটা সময় ১৬-১৩ ব্যবধানে এগিয়েও যান৷ কিন্তু তার পরই ছন্দপতন হয় তাঁর৷ একাধিক আনফোর্ডস এরর করেন৷ সুযোগ কাজে লাগাতে ভুল করেননি বেথেল৷ শেষ পর্যন্ত ২১-১৮ ব্যবধানে জিতে সোনার পদকের লড়াইয়ে সমতা ফেরান তিনি৷ ১-১ হওয়ার পর তৃতীয় গেমে হাড্ডাহাড্ডি লড়াই হয় দু’জনের৷ পাল্লা দিয়ে পয়েন্ট জিতেছেন দুই প্রতিপক্ষ৷ খুব বেশি লিড নিতে পারেননি কেউই৷ একটা সময় স্কোর ছিল ২১-২১৷ শেষে বাজিমাত করলেন নীতেশ৷ পর পর ২ পয়েন্ট জিতে গেম, ম্যাচ এবং সোনার পদক ছিনিয়ে নিলেন৷ রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল বেথেলকে৷ নীতেশের জয়ের ফলে ভারতের ঝুলিতে এল ২টি সোনা, ৩টি রুপো এবং ৪টি ব্রোঞ্জ৷ প্যারিস প্যারালিম্পিক্সের পদক তালিকায় ২২ নম্বরে রয়েছে ভারত৷