প্যারিস অলিম্পিক্সের আগে ইতিহাস তৈরী করেছে ভারতীয় শুটাররা

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

প্যারিস অলিম্পিক্সের আগে ইতিহাস তৈরী করেছেন ভারতের শুটারেরা৷  ইতিমধ্যেই তাঁরা ১৭টি জায়গা নিশ্চিত বা পাকা করে ফেলেছে৷ এর আগে কোনও অলিম্পিকে এমন ঘটনা ঘটেনি৷ ভারতের হয়ে ১৭তম স্থান পাকা করেছেন বিজয়বীর সিধু৷ গত শনিবার   জাকার্তায় এশিয়ান অলিম্পিক্স কোয়ালিফায়ার্সে ২৫ মিটার র‌্যাপিড ফায়ার বিভাগে রুপো জিতেছেন তিনি৷ তারফলে আরও একটি জায়গা নিশ্চিত হয়েছে প্যারিস অলিম্পিক্সে৷ এর আগে টোকিয়ো অলিম্পিক্সে ভারতের হয় অংশ নিয়েছিলো ১৫জন শুটার৷ সেটিই এখন পর্যন্ত ভারতের হয়ে অলিম্পিক্সে সব থেকে বেশি শুটারের অংশ নেওয়া৷ সেই রেকর্ড ভেঙে গেল৷ জাকার্র্তয় এর আগে আরও তিন শুটার অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেছিলেন৷ তাঁরা হলেন রিদম সাঙ্গোয়ান(২৫মিঃ স্পোর্টস পিস্তল) এষা সিংহ ও বরুন তোমর (১০মিটার এয়ার পিস্তল)৷ বৃহস্পতিবার ভারতের ১৬তম স্থান নিশ্চিত করেছিলেন রিদম৷ সেই তালিকায় আরও  একজন শুটার বাড়ল৷