গত ১লা বৈশাখ কলকাতার তিলজলাস্থিত আনন্দমার্গের কেন্দ্রীয় আশ্রমে নববর্ষবরণ অনুষ্ঠান উদ্যাপন হয়৷ সকাল ৬.৪৫ থেকে প্রভাত সঙ্গীত৷ ৭টা থেকে ১০ পর্যন্ত অখণ্ড কীর্ত্তন ও তারপর মিলিত সাধনা গুরুপূজা৷ শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী প্রণীত ‘আনন্দবচনামৃতম’ থেকে বাঙলা নববর্ষের উপর স্বাধ্যায় পাঠ করেন আচার্য নিত্যসত্যানন্দ অবধূত৷ অতঃপর প্রাউট প্রবক্তার প্রতিকৃতিতে মাল্যদান পর্ব শেষ হলে স্বাগত ভাষন দেন সমাজের কেন্দ্রীয় সচিব জ্যোতিবিকাশ সিন্হা৷ তার বক্তব্যের পরেই প্রখ্যাত প্রভাত সঙ্গীত শিল্পী আচার্য প্রিয়শিবানন্দ অবধূতের পরিবেশিত ‘বৎসর নব বৎসর, তুমি কল্যাণ এনো চারিদিকে’ ও ‘বাঙলা আমার দেশ’ প্রভাত সঙ্গীতের মধ্যে দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়৷ সঙ্গীত শিল্পীদের মধ্যে ছিলেন নরেন্দ্রপুর শিশু সদনের সকল বোনেদের গ্রুপ, সঙ্গীতা মণ্ডল, পৌলমী মণ্ডল, রমা মণ্ডল, শুভ্রা ভৌমিক, মোহন অধিকারী প্রমুখ শিল্পীবৃন্দ৷ তবলায় ছিলেন-প্রতীম দাশ৷ অনুষ্ঠানের মধ্যে বক্তব্য রাখেন আনন্দমার্গ প্রচারক সঙ্ঘের মহিলা বিভাগের বর্ষীয়সী অবধূতিকা আনন্দ করুণা আচার্যা দিদি৷ সবশেষে কৃতজ্ঞতা জ্ঞাপন করে সকলকে মিলিত আহারে যোগ দেওয়ার আমন্ত্রণ করেন বিশিষ্ট প্রবীন প্রাউটিষ্ট শ্রীধীরেন্দ্র চন্দ্র বর্মণ মহাশয়৷ সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন তপোময় বিশ্বাস৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়