ফের ওয়ান ডে ও টি-টোয়েন্টি ম্যাচে খেলতে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

নির্বাচকদের বাছা দলের নির্দেশনায় প্রশ্ণ উঠেছে সংবাদ মহলে, হঠাৎ এই সিদ্ধান্ত কেন ? অর্র্থৎ  অস্ট্রেলিয়া  ও নিউল্যাণ্ডের  বিরুদ্ধে  ওয়ান ডে  সিরিজে  খেলতে দেখা যাবে  মহেন্দ্র সিং ধোনিকে৷  যেখানে  শেষ বেশ  কয়েকটি টি-টোয়েন্টি ম্যাচে ব্রাত্যই রাখা হয়েছিল  ভারতের প্রাক্তন অধিনায়ককে৷ সেখানে  আবার দেখা রাখা হয়েছে৷ প্রত্যাশিতভাবে তাঁকে ওয়ানডে দলেও ফিরিয়ে আনা হয়েছে৷  নিউজিল্যাণ্ডের  বিরুদ্ধে  আগামী সোমবার  যে  টি-টোয়েন্টি  দল ঘোষণা করা হয়েছে  তাতেও ধোনির নাম রাখা হয়েছে৷

জানা গেছে , কেউ কেউ  মনে করছেন , আগামী ২০১৯-এর বিশ্বকাপের আগে  যত বেশি  সম্ভব ম্যাচ  প্রাক্টটিস  দেওয়ার  জন্যেই ধোনিকে  রাখা হয়েছে টি-টোয়েন্টি  দলে৷  সংবাদ  সংস্থাকে  বোর্ডের  এক কর্র্ত  বলেছেন৷  ‘‘অষ্ট্রেলিয়া আর  নিউজিল্যাণ্ডের  বিরুদ্ধে  সব মিলিয়ে  আটটা ওয়ান ডে  ম্যাচ  পাওয়া যাচ্ছে ৷ এর সঙ্গে  তিনটি  টি-টোয়েন্টি  ম্যাচ  যোগ  হলে  ধোনি  এগারোটা  আন্তর্জাতিক  ম্যাচ  খেলার সুযোগ  পাবে আগামী দু’মাসে৷  সে ব্যাপারটা  মাথায় রেখেছেন  নির্বাচকেরা৷’’

 তবে কে এল রাহুলকে  দলে রাখা নিয়েও তোপের  মুখে পড়তে  হয়েছে নির্বাচকদের৷ প্রশ্ণ উঠছে,  এত খারাপ  ফর্মে থাকা সত্ত্বেও কীভাবে  এই ওপেনারকে ওয়ানডে দলে রাখা হল?

ভারতীয় ওয়ান ডে দলের সম্ভাব্য তালিকা---

 বিরাট কোহালি (অধিনায়ক),রোহিত শর্র্ম (সহ-অধিনায়ক), কে এল রাহুল, শিখর ধওয়ন, অম্বাতি  রায়ডু, দীনেশ কার্তিক,  কেদার যাদব, এম.এস.ধোনি, হার্দিক পাণ্ড্য, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চহাল, রবীন্দ্র  জাডেজা, ভুবনেশ্বর  কুমার, যশপ্রীত বুমরা,  খলিল আহমেদ, মহম্মদ শামি৷

ভারতীয় টি-টোয়েন্টি  দলের সম্ভাব্য তালিকা---

 বিরাট কোহালি (অধিনায়ক),রোহিত শর্র্ম (সহ-অধিনায়ক), কে এল রাহুল, শিখর ধওয়ন, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক,  কেদার যাদব, এম.এস.ধোনি, হার্দিক পাণ্ড্য, ক্রণাল পাণ্ড্য কুলদীপ যাদব, যুজবেন্দ্র চহাল,  ভুবনেশ্বর  কুমার, যশপ্রীত বুমরা,  খলিল আহমেদ৷