ফরাসি ওপেন জিতে ইতিহাস গড়েছেন নোভাক জেকোভিচ

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

ফরাসি ওপেন নিজে পুরুষদের টেনিসে ইতিহাস গড়েছেন নোভাক জোকোভিচ৷ ২৩তম গ্র্যাণ্ড স্ল্যাম জিতে ছাপিয়ে গিয়েছেন রাফায়েল নাদালকে৷ লাল সুরকির কোর্টে নিজের থেকে ১২ বছরের ছোট ক্যাসপার রুডকে হারিয়ে দিয়েছেন৷ ফরাসি ওপেন জিতে তাঁর মনে হচ্ছে, নিজের ভাগ্য লেখার ক্ষমতা তাঁর নিজের হাতেই রয়েছে৷ উঠতি খেলোয়াড়দের সেই বিশ্বাস রাখার পরামর্শ দিয়েছেন জোকার৷ স্ট্রেট সেটে রুডকে হারিয়ে জেকোভিচ বলেন, ‘‘২৩টা গ্র্যাণ্ড স্ল্যাম জেতা সহজ নয়৷ আমার যখন ৭ বছর বয়স তখন স্বপ্ণ দেখতাম যে একদিন উইম্বলডন জিতব৷ বিশ্বের ১ নম্বর টেনিস খেলোয়াড় হব৷ সেই স্বপ্ণ পূরণ হয়েছে৷’’ সার্বিয়ান তারকা আরও বলেন, ‘‘আমার মনে হচ্ছে, নিজের ভাগ্য লেখার ক্ষমতা আমার আছে৷’’ আমি প্রত্যেক তরুণ খেলোয়াড়কে বলতে চাই, যদি ভবিষ্যতে উন্নতি করতে চাও তা হলে মাথায় রেখো, তোমাদেরও ভাগ্য গড়ার ক্ষমতা তোমাদের হাতেই রয়েছে৷