ফুটবল বিশ্বকাপ থেকে বাতিল রাশিয়া

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের প্লে-অফ ম্যাচে পোলাণ্ডের সঙ্গে রাশিয়ার  কথা ছিল আগামী মাসে৷ বিশ্ব ফুটবলের  নিয়ামক সংস্থা ফিফা রাশিয়াকে নির্বাসিত করায় সেই ম্যাচ বাতিল হয়ে গিয়েছে৷ ইউরোপীয় ফুটবলের নিয়ামক সংস্থা ইউরোপা লিগে রাশিয়ার ক্লাবগুলি আর খেলতে পারবে না৷ রাশিয়ার মহিলা ফুটবল দলও ইউরোপিয়ান চ্যাম্পিয়ানশিপে অংশগ্রহণ করতে পারবে না৷

ফিফা ও উয়েফা এক যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ার কোনও জাতীয় ও ক্লাব গল ফিফা ও উয়েফার কোনও প্রতিযোগিতায় খেলতে পারবে না৷ ওই ঘোষণায় আরও জানানো হয়েছে যে হউক্রেনের আক্রান্তদের পাশে ফুটবল সর্বদা থাকবে৷ গোটা বিশ্বফুটবল সংস্থাগুলি ঐক্যবদ্ধ হয়েছে৷

এছাড়া গত গত সোমবার ইন্টার ন্যাশনাল অলিম্পিক কমিটি সব আন্তর্জাতিক ক্রীড়া সংঘটনগুলির কাজে আর্জি জানিয়েছিল, রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়, কর্মকর্র্ত ও দলগুলিকে  যেখানে যত দূর সম্ভব যেন বহিষ্কার করা হয়৷ এর ভিত্তিতেই ফিফাও এই  সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে৷ তারা আরও জানিয়েছে রাশিয়াকে তাদের যাবতীয় ফুটবল ম্যাচ নিরপেক্ষ দেশে খেলতে হবে৷ তারা নিজেদের জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত ব্যবহার করতে পারবে না৷ কিন্তু ফিফার এই সিদ্ধান্তে কোন দেশই মানতে পারেনি৷

তাছাড়া  ইংল্যাণ্ডও স্পষ্ট জানিয়ে দিয়েছে রাশিয়ার বিরুদ্ধে কোনও আন্তর্জাতিক ম্যাচ তারা খেলবে না৷ ভয়ঙ্কর বিপদে থাকা ইউক্রেনের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে এই সিদ্ধান্ত ইংল্যাণ্ডের৷