সমগ্র বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল খেলায় যখন বিশ্বের সেরা খেলোয়াড়রা একে অপরকে ছাপিয়ে যাবার জন্যে প্রতিযোগিতায় নামেন তখন স্বাভাবিকভাবেই উত্তেজনার পারদ চরমে ওঠে৷ প্রতি চার বছর অন্তর যখন বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় তখন সারা বিশ্বের আনাচে-কানাচে তার ছোঁয়া অবশ্যই লাগে৷ এবার রাশিয়ায় বিশ্বকাপ ফুটবলের আসর বসেছে৷ রাজধানী মস্কো তো বটেই অন্য শহরগুলোও সেজে উঠেছে৷ চারিদিকে জায়াণ্ট স্ক্রীনের ছড়াছড়ি, মাঠে সকলেই তো আর খেলা দেখার সুযোগ পাবেন না৷ তাই টিভি-র পর্দায় এই ‘গ্রেটেষ্ট শো অন আর্থ’ এর তাপ অনুভব করতে আক্রান্ত হয়েছে ফটবল জ্বরে৷ শুধু রাশিয়াতেই কেন সারা বিশ্বেরই বিভিন্ন শহরে এখন বিশ্বকাপ নিয়ে মাতামাতি৷ এই মহারণের উদ্বোধনের স্থান লুকানিকি ষ্টেডিয়াম৷ ব্রাজিলের ফুটবল তারকা রোনাল্ডো, পপশিল্পী রবি উইলিয়ামস্, রাশিয়ান গায়িকা আইদা গ্যারিফুলিনা ছাড়াও বিশ্বের তাবড় তাবড় ফুটবল ব্যষ্টিত্ব ও আরো অনেক স্বণামধন্য প্রতিভাধরদের সামনে বর্ণময় উদ্বোধনের সলতে পাকানো শেষ৷ বিশ্বকাপের থিম সং গাইবার দায়িত্বে হলিউড তারকা উইল স্মিথ ও নিকি জ্যাম৷ লুকানিকি ষ্টেডিয়ামে দর্শক থাকবেন ৮০ হাজার৷ উদ্বোধনের পরেই প্রথম ম্যাচ রাশিয়া বনাম সৌদী আরব৷