ফ্যাসিষ্ট শোষণ ভয়াবহ রূপ ধারণ করেছে  প্রগতিশীল উপযোগ তত্ত্বই আর্থিক মুক্তির অমোঘ বিধান

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

ধনকুবেরদের নিয়ন্ত্রিত রাষ্ট্রব্যবস্থা সমাজের সর্বস্তরে শোষণের জাল বিস্তার করেছে৷ পুঁজিবাদী শোষণ ফ্যাসিষ্ট রূপ ধারণ করেছে৷ পুঁজিবাদী শোষনে বিশ্বজুড়ে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক---জীবনের সর্বক্ষেত্রে ব্যাপক অবক্ষয় শুরু হয়েছে৷ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধিতে মধ্যবিত্তের নাভিঃশ্বাস উঠেছে৷ রাজনৈতিক গুণ্ডামী, গণতন্ত্রের নামে ভণ্ডামী, শোষণ ও সন্ত্রাসের জালে পড়ে মানুষের প্রাণবায়ু নিঃশেষ হতে চলেছে৷ কথাগুলি বলেন প্রাউটিষ্ট ইয়ূনিবার্র্সলের কেন্দ্রীয় সচিব আচার্য কল্যাণেশ্বরানন্দ অবধূত বর্ধমান বোরহাটে সংস্থার ষান্মাসিক প্রশিক্ষণ শিবিরে৷ তিনি আরও বলেন---একমাত্র প্রগতিশীল উপযোগ তত্ত্ব তথা প্রাউটের  বাস্তবায়নই মানব সমাজকে এই দুর্বিসহ ফ্যাসিষ্ট শোষণের  কবল থেকে মুক্ত করতে পারে৷

গত ১৫থেকে ১৯শে ডিসেম্বর পর্যন্ত প্রাউটিষ্ট ইয়ূনিবার্র্সলের ষান্মাসিক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় বর্ধমান বোরহাট আনন্দমার্গ স্কুলে৷ এই প্রশিক্ষণ শিবিরে দিল্লি সেক্টরের শতাধিক কর্মী উপস্থিত ছিল৷ প্রাউট তত্ত্বের সামাজিক অর্থনৈতিক বিষয়ের ওপর আলোচনা করেন আচার্য কল্যাণেশ্বরানন্দ অবধূত, আচার্য সুতীর্থানন্দ অবধূত, আচার্য ধ্যানাত্মানন্দ অবধূত, আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত, আচার্য পূর্ণদেবানন্দ অবধূত, শ্রী নবীন জানা প্রমুখ৷

আচার্য সুতীর্থানন্দ অবধূত প্রাউটের পঞ্চমৌলিক সিদ্ধান্তের উপর আলোচনা করেন৷ তাঁর আলোচনার সারকথা ছিল৷ মানব সমাজের উপর জাগতিক, মানসিক ও আধ্যাত্মিক সর্বপ্রকার শোষণ বন্ধের অমোঘ বিধান প্রাউটের পঞ্চমৌলিক সিদ্ধান্ত৷ আচার্য ধ্যানাত্মানন্দ অবধূত বর্তমান আর্থসামাজিক পরিবেশে প্রাউটের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন৷ আচার্য পূর্ণাদেবানন্দ অবধূত অর্থনৈতিক স্বাধীনতা ও প্রাউটের বিকেন্দ্রিত আর্থিক ব্যবস্থা নিয়ে আলোচনা করেন৷ আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত বর্তমান অর্থনৈতিক সমস্যা তার সমাধানের পথ নিয়ে আলোচনা করেন৷ তিনি বলেন পুঁজিবাদী শোষণ ও  কলুষিত রাজনীতি আর্থিক সমস্যার মূল কারণ৷

পাঁচদিনের এই প্রশিক্ষণ শিবির সঞ্চালনা করেন আচার্য প্রমথেশানন্দ অবধূত৷ সমস্ত শিবির পরিচালনা ও ব্যবস্থাপনায় ছিলেন দিল্লী সেক্টরের চিপ সেক্রেটারী আচার্য সুপ্রভানন্দ অবধূত৷ তাঁর সঙ্গে সহযোগিতায় ছিলেন৷ আচার্য সর্বজ্ঞানানন্দ অবধূত, আচার্য জপকৃষ্ণানন্দ অবধূত, আচার্য শিবপ্রেমানন্দ অবধূত, আচার্য অমৃতাবোধানন্দ অবধূত ও অন্যান্য কর্মীবৃন্দ৷