দিল্লির নেহেরু-গান্ধী পরিবারের সদস্যদের বদ্ধমূল ধারণা এই ভারত তথা ভারতের জাতীয় কংগ্রেস তাদের পরিবারের পৈত্রিক সম্পত্তি৷ অন্তত এদের কথাবার্তা থেকে তাই মনে হয়৷ আর মনে হবে না কেন? এ পর্যন্ত কংগ্রেসের ইতিহাসটাই তো তা-ই৷ আগেকার যুগে যেমন রাজতন্ত্র চলত, রাজার ছেলে রাজা---তার ছেলে রাজা৷ কংগ্রেসের ক্ষেত্রে তাই হয়েছে৷ দেশের সর্বোচ্চ ক্ষমতাও তার পরিবারের কুক্ষিগত৷ নেহেরু, তারপর মেয়ে ইন্দিরা, তারপর ছেলে রাজীব, তারপর ছেলের বউ সোনিয়া৷ তারপর কে?
কর্ণাটক বিধানসভা নির্বাচনী প্রচারকালে বেঙ্গালুরুতে স্থানীয় বিশিষ্ট নাগরিদের সঙ্গে এক মত বিনিময় অনুষ্ঠানে রাহুল সরাসরি বলেন ২০১৯ সালে লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেলে ‘আমিই হব প্রধানমন্ত্রী৷’ কেন কংগ্রেসের আর কেউ নেই? তাছাড়া গণতান্ত্রিক রীতি মেনে এক্ষেত্রে উত্তর হওয়া উচিত ছিল পার্টি যাকে নির্বাচিত করবে সেই প্রধানমন্ত্রী হবে৷ না---তা কিন্তু রাহুল বললেন না৷ স্পষ্ট বোঝা যায়, রাজতন্ত্রই এদের রক্তে প্রবাহিত৷ দেশসেবক নয়৷ গদী দখলই এঁদের লক্ষ্য৷