প্রবীন প্রাউটিষ্ট শ্রী প্রভাত খাঁ শ্রীরামপুরে এক আলোচনায় বলেন---কোন সরকার যদি মধ্যবিত্তকে উপেক্ষা করে তার পতন আসন্ন৷ কারণ রাজনৈতিক সচেতন আত্মমর্যাদা সম্পন্ন মধ্যবিত্তই অন্যায় অবিচার নীতিহীনতার বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়৷ তিনি বলেন ২০১৪ সালে ক্ষমতায় বসার আগে প্রধানমন্ত্রী অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ দশবছর অতিক্রান্ত তিনি কোন প্রতিশ্রুতিই রক্ষা করেননি৷ এবার নতুন করে গ্যারান্টি শব্দটায় মাৎ করতে চাইছেন৷ তবে মধ্যবিত্তের ঘাড়ে কোপ মেরে কোন সরকারই বেশীদিন টিকে থাকতে পারে না৷ তিনি বলেন প্রায় ষাট বছর আগে প্রাউট প্রবক্তা বলে গেছেন --- ‘‘উন্নত মেধা সম্পন্ন মধ্যবিত্ত সম্প্রদায়, অথানৈতিক দুরবস্থার জন্যে যারা উত্তেজনায় ফুটতে থাকে, এরাই অপশাসনের বিরুদ্ধে গণ–ভ্যুত্থানের নেতৃত্ব দেয় ও শেষ পর্যন্ত সমাজের এই রাজনৈতিক সচেতন অংশই শাসক–শক্তির পরিবর্ত্তন ঘটায়৷প্রভাত খাঁ বলেন সরকার ভুলে যাচ্ছে---দেশের নাগরিকদের যদি সরকারকে প্রয়োজন না হয়, তবে দেশে সরকার থাকারই প্রয়োজন থাকে না৷ ৭৬ বছর ধরে রাজনৈতিক নেতাদের ধূর্তামির জন্যেই দেশ দুর্নীতিতে ছেয়ে গেছে৷ বর্তমান রাজনৈতিক নেতাদের মতলব শুধু ক্ষমতা দখল---দেশ সেবা নয়৷ জনগণকে রাজনৈতিক অর্থনৈতিক বিষয়ে অন্ধকারে রেখে কথার বাহারে ভুল পথে চালিত করে৷ তাই প্রাউটিষ্টদের কাজ জনগণকে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক বিষয়ে সচেতন করে প্রকৃত জনদরদী সরকার ঘটন করা৷ তার জন্য প্রাউটিষ্টদের মধ্যবিত্তদের ঘরে ঘরে যেতে হবে৷ তাদের উদার অসাম্প্রদায়িক প্রাউট দর্শনের সামাজিক অর্থনৈতিক বিষয়ে সচেতন করতে হবে৷ কারণ এই মধ্যবিত্তরাই যুগে যুগে নতুনের বার্র্তবহ৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়