‘বেঙ্গল ফুটবল টীম’ (রাজ্য দল) গঠনের জন্যে বেঙ্গল ফুটবল একাডেমীর ফাইনাল ট্রায়ালেSSAC-আনন্দনগর ফুটবল একাডেমীর তিনজন ফুটবল প্লেয়ার নির্বাচিত হয়৷ তাদের উত্তর ২৪ পরগণার খড়াদায় বেঙ্গল ফুটবল একাডেমীর ট্রেনিং সেন্টারে প্র্যাক্টিস চলছে৷ অনূর্ধ-১৯ বেঙ্গল ফুটবল টীমে শ্রী সিমল মাঝি কলকাতা ফুটবল লীগ খেলার জন্যে প্রথম ১৮জন দলের মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে৷ এই প্রথম রাজ্য ফুটবল টীমেSSAC-আনন্দনগর থেকে সুযোগ পেয়েছে৷
অনুরূপভাবে অনূর্ধ-১৫ আই লীগ(ইণ্ডিয়ান লীগ) খেলার জন্যে তথা রাজ্য ফুটবল টীম গঠনের জন্যে চূড়ান্তভাবে প্রাক্টিসের জন্যে সন্তোষ দেব (সুকুরাম টুডু) ও বিমল দেব (বৈদ্যনাথ হেমব্রম) নির্বাচিত হয়েছে৷ উভয়েই আনন্দমার্গ শিশুসদনের ছেলে ওSSAC-আনন্দনগর ফুটবল একাডেমীর নিয়মিত অনুশীলনকারী৷ আগামী ১৫ই সেপ্ঢেম্বর’২৪ ফাইনাল প্রাক্টিসের পর অনূর্ধ-১৫ রাজ্য আই লীগের টীম গঠিত হবে৷