সংবাদদাতা
পি.এন.এ.
সময়
শিলচর : বন্ধ হয়ে পড়ে আছে পাঁচগ্রাম কাগজ কল৷ কর্মীরা তিন বছর বেতন পাচ্ছে না৷ রাজ্যের অর্থমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন পেপার মিলের জমি সরকার অধিগ্রহণ করবে ও শ্রমিকদের বকেয়া বেতন মিটিয়ে দেবে৷ রাজ্য সরকার পাঁচগ্রাম ও জাগী রোডে দুটি কারখানা অধিগ্রহণ করার কথা দিয়েছিল কিন্তু লাভ লোকসানের অঙ্ক কষে সরকার পিছিয়ে আসে৷ ঠিকাদার ও শ্রমিকদের পাওনা মেটাতে যে অর্থের প্রয়োজন কারখানা অধিগ্রহণ করে সে টাকা পাওয়া যাবে না৷
কিন্তু প্রশ্ণ অসমের মত রাজ্যে যেখানে কাগজ উৎপাদনের কাঁচামাল যথেষ্ট পরিমাণ আছে, সেখানে কাগজ কল বন্ধ হয়ে পড়ে থাকার কারণ কি? এ প্রশ্ণের উত্তর সরকারের কাছে নেই৷ কাগজ কলের শ্রমিকরা মনে করে সরকারের সদিচ্ছার অভাবেই কাগজ কল নিলামে ওঠার তোড়জোড় শুরু হয়েছে৷ কাগজ কল বাঁচতে বরাক উপত্যকায় যৌথ মঞ্চে গড়ে আন্দোলন শুরু হয়েছে৷