সংবাদদাতা
পি.এন.এ.
সময়
আগামী ১লা এপ্রিল থেকে শুরু হবে এন.পি.আর (ন্যাশানাল পপুলেশন রেজিষ্টার)-এর কাজ৷ যা জনগণনার প্রাথমিক পর্ব৷ পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি অবিজেপি শাসিত রাজ্য এন.পি.আর.-এর বিরোধিতা করছে৷ বিরোধী দলগুলোর ধারণা কেন্দ্রীয় সরকার এন.পি.আর.-এর তথ্য ধরেই এন.আর.সি.-র কাজ করে নেবে৷ অর্থাৎ এন.পি.আর. হ’ল এন.আর.সি-র প্রাথমিক স্তর৷ তাই এন.আর.সি রুখতেই এন.পি.আর.-এর বিরোধিতা৷
সেন্সাস কর্তাদের মতে বিরোধীদের ধারণা ঠিক নয়৷ এন.পি.আর নিয়ে সংশয়ের কোনও কারণ নেই৷ এমনটা বোঝাতেই রাজ্যে আসতে পারেন এন.পি.আর দপ্তরের রেজিষ্টার জেনারেল বিবেক যোশী৷