রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা হাজার ছুই ছুই৷ রাজ্যের স্বাস্থ্য অধিকর্র্ত সিদ্ধার্থ নিয়োগী জানিয়েছেন, গত মঙ্গলবারের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে ৬০৪ জন ডেঙ্গি আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ও শুধু মঙ্গলবারই ৯৬৫ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন৷ তবে এখনও পর্যন্ত রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ঠিক কত জনের মৃত্যু হয়েছে , তার কোনও পরিসংখ্যান স্বাস্থ্যভবনের তরফ থেকে না জানানো হলেও ডেঙ্গি মৃত্যু নিয়ে বিশদ পরিসংখ্যান তৈরি করা হচ্ছে বলে জানান এক স্বাস্থ্যকর্তা৷ স্বাস্থ্যভবন সূত্রে জানা গিয়েছে, রাজ্যে কোনও পরিসংখ্যান তৈরি করা হচ্ছে৷ এই এলাকাগুলিতে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে, , তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানা গিয়েছে৷ স্বাস্থ্যভবনসূত্রে খবর, উত্তর ২৪ পরগণা জেলাতেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি৷ সল্টলেক, দক্ষিণ দম দম, টিটাগড়ের পাশাপাশি দেগঙ্গা, বারাসাত-১, স্বরূপনগরের মতো গ্রামীণ এলাকাতেও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ঊধর্বমুখী বলেও স্বাস্থ্যভবন জানিয়েছে৷ উত্তর ২৪ পরগণার পাশাপাশি কলকাতা, দক্ষিণ ২৪পরগণা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ ও দার্জিলিঙেও আক্রান্তের সংখ্যা বাড়ছে৷ আর এই সাত জেলাই চিন্তা বাড়াচ্ছে প্রশসনের৷ তাই এমত অবস্থা প্রশাসন থেকেও কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে সকল এলারাবাসীর বাড়িতে মিউনিসিপ্যালিটির লোক গিয়ে বার বার তাদের সতর্ক করছেন৷
সংবাদদাতা
পি.এন.এ.
সময়