সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
রাজ্যে করোনা সংক্রমণের হার প্রতিদিন বাড়ছে৷ এই অবস্থায় স্বাস্থ্য দপ্তর চতুর্থ টেউয়ের আশঙ্কা করছে৷ কিন্তু জনসাধারণের মধ্যে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার কোন আগ্রহ দেখা যাচ্ছে না৷ মাস্ক, স্যানিটাইজেশন কোন কিছুরই ব্যবহার নেই বললেই হয়৷ ট্রেনে বাসে অধিকাংশ মানুষই মাস্কহীন৷ সরকার থেকে এখনও সেভাবে কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য৷
এদিকে গত ২৪ ঘন্টায় রাজ্যে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪২৪ জন৷ দুজনের মৃত্যু হয়েছে৷ রাজ্যে মোট মৃতের সংখ্যা ২১,২১৮ জন৷ করোনার কেস পজিটিবিটির হার গত ২৪ ঘন্টায় ৯.৯২ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১২.৭৪ শতাংশ৷ গত ২৮শে জুন আক্রান্তের সংখ্যা ছিল ৯৫৪৷ রাজ্যে এখন করোনা রোগীর সংখ্যা ৫,৮৮৫৷