রাজ্যে সব স্কুলে বাংলা পড়ানোয় প্রাধান্য - বাংলা বাধ্যতামূলক করা আমরা বাঙালীর দীর্ঘদিনের দাবী

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

রাজ্যের সমস্ত স্কুলে বাংলা পড়ানোর কথা মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরে বলে আসছিলেন৷ সরকারী বেসরকারী সমস্ত স্কুলে বাংলা পড়ানোয় প্রাধান্য দিতে হবে বলে প্রস্তাব পাশ হয় রাজ্যমন্ত্রী সভায়৷ এর ফলে ইংরাজী ও হিন্দি মাধ্যমের স্কুলগুলিতেও বাংলা পড়ানো প্রাধান্য পাবে৷ বাংলা নিয়ে আন্দোলনকারী কোন কোন পক্ষ এতে খুশী হলেও--- আমরা বাঙালী প্রস্তাবকে স্বাগত জানালেও সন্তুষ্ট নয়৷

আমরা বাঙালী কেন্দ্রীয় কমিটির সংঘটক সচিব জয়ন্ত দাশ বলেন---শুধু শিক্ষাক্ষেত্রে নয়, সরকারী বেসরকারী সমস্ত কাজেও বাংলা ব্যবহারের দাবীতে আমরা বাঙালী প্রায় ৫০ বছর আন্দোলন করে আসছে৷ আগের সরকার মুখে বাংলা প্রীতি দেখালেও কাজের কাজ কিছু করেনি৷ বরং  লগন দেও সিং, রাজদেও গোয়ালদের হাত ধরে রাজ্যে হিন্দির রমরমা বেড়েছে৷ এই সরকারের আমলেও হিন্দির  উৎপাত জারি থাকলেও রাজ্য সরকারের প্রচেষ্টাকে সাধুবাদ জানাই৷ তবে এতে বাংলাভাষার  দাবীতে আমরা বাঙালীর আন্দোলন বন্ধ হবে না৷ কারণ আমরা বাঙালীর দাবী প্রাধান্য নয়, রাজ্যের সমস্ত স্কুলে বাংলা শিক্ষা বাধ্যতামূলক করতে হবে৷ এটা কোন অসাংবিধানিক কাজ হবে না৷ বহুরাজ্যেই এই নিয়ম চালু আছে৷ শ্রী দাশ বলেন প্রাধান্যের ক্ষেত্রে আইনের ফাঁক থেকে যায়৷ বিশেষ করে হিন্দি ইংরেজী মাধ্যমের স্কুলগুলি নানা অজুহাতে বাংলাকে প্রাধান্য নাও দিতে পারে৷ তাই আমরা বাঙালীর স্পষ্ট দাবী বাংলা শিক্ষা বাধ্যতামূলক করতে হবে৷ ছাত্র ও যুবনেতা তপোময় বিশ্বাস বলে--- সিদ্ধান্ত কার্যে পরিণত না হলে সমস্ত বেসরকারী স্কুলের সামনে বিক্ষোভ শুরু করবে বাঙালী ছাত্র ও যুব সমাজ৷ আমরা বাঙালী দলের পক্ষ থেকে কেন্দ্রীয় সচিব এক প্রেস বার্র্তয় রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন ‘আমরা বাঙালী’ দীর্ঘ পাঁচদশক ধরে রাজ্যে সরকারী বেসরকারী কাজে ও শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা ব্যবহার বাধ্যতামূলক করার দাবী জানিয়ে আসছে৷ বর্তমান রাজ্য সরকার আগেও এই সিদ্ধান্ত নিয়েছে৷ আশা করি এবারে সিদ্ধান্ত কার্যকর হবে৷ দেশের অনেক রাজ্যেই রাজ্যভাষায় শিক্ষা বাধ্যতামূলক রয়েছে৷ তাই পশ্চিমবঙ্গেও যেন সিদ্ধান্ত ফাইল বন্দি না থেকে কার্যে পরিণত হয়৷