রাজ্যের ৩৭ শতাংশ জমি বিএস এফের দখলে যাবে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব পাশ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

রাজ্যে বি.এস.এফের এলাকা ১৫ কিমি থেকে বাড়িয়ে ৫০ কিমি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ সীমান্তবর্তী রাজ্য অসম পশ্চিমবঙ্গ ও পঞ্জাব রাজ্যের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ পঞ্জাবে শাসকদল কংগ্রেস কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে  বিধানসভায় প্রস্তাব পাশ করিয়েছে৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবী জানিয়ে প্রধানমন্ত্রীকে আগেই চিঠি দিয়েছেন৷ এরপর বিধানসভাতে  কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রস্তাব পাশ করেছে৷

রাজ্যের মুখ্য বিরোধীদল বিজেপি স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সমর্থন করেছে৷ রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতাবলেন-‘‘পশ্চিমবঙ্গে বি.এস.এফের এলাকা ৮০ কিমি করা উচিত৷ রাজ্যের শাসকদলের প্রধান অভিযোগ- পিছনের দরজা দিয়ে রাজ্যে এলাকা দখলের চেষ্টা করছে কেন্দ্র৷ যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় এই ধরনের সিদ্ধান্ত নেবার আগে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করা উচিত৷ 

কিন্তু কেন্দ্রীয় সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করার সৌজন্যটুকু দেখায়নি৷ ১৬ই নভেম্বর রাজ্য বিধানসভায় আলোচনায় কেন্দ্রীয় সিদ্ধান্তের পক্ষে মত দেয় রাজ্যে বিরোধী দল৷ শাসক দলের বিধায়করা আলোচনায় বি এস.এফের বিরুদ্ধে সীমান্তে নানা বে-আইনি কাজের  অভিযোগ আনে৷ বিরোধী দলের  বিধায়করা প্রতিবাদে সরব হয়৷ দীর্ঘ বাদানুবাদের পর রাজ্য সরকারের প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১১২ টি ও বিপক্ষে ৬৩টি৷

বি.এস.এফের কাজ সীমান্তে পাহারা দেওয়া ও বে-আইনি কাজকর্ম ও নানা অপরাধ বন্ধ করা৷ পরিষদীয় মন্ত্রী পার্থচট্টোপাধ্যায় বলেন রাজ্যের ৩৭ শতাংশ জমি ও উত্তরবঙ্গের সিংহ ভাগ বি.এস.এফের দখলে যাবে৷ যারা ১৫ কিমির দায়িত্বে থেকে সীমান্তে অপরাধ বন্ধ করতে পারেনি, তারা ৫০ কিমি নিয়েও কি পারবে৷