রাজ্যের সমস্ত সরকারী ও বেসরকারী কাজেও বাংলার ব্যবহার বাধ্যতামূলক হোক
নিজস্ব সংবাদ দাতা ঃ সরকারী, বেসরকারী ও বোর্ড নির্বিশেষে রাজ্যের সমস্ত স্কুলে বাংলাকে বাধ্যতামূলক করতে হবে৷ অবিলম্বে ১ম শ্রেণী থেকে দশমশ্রেণী পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকরী করতে হবে৷ ১৬ই মে এই মর্মে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্যোপাধ্যায় এক ঘোষণা করেছেন৷ এ ব্যাপারে বিধানসভায় বিল আনা হবে৷ রাজ্যসরকার দেরী করে হলেও এই নীতি গ্রহণ করে বাংলা ভাষার মর্যাদাকে সম্মান জানিয়েছেন৷ কিন্তু কেবল দশম শ্রেণী পর্যন্ত কেন, একাদশ, দ্বাদশ শ্রেণীতেও এই নীতি কার্যকর করা উচিত৷
অন্যান্য অনেক রাজ্যে, বিশেষ করে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে স্কুলে ওই রাজ্যের ভাষা পড়ানো বাধ্যতামূলক কিন্তু পশ্চিমবঙ্গে এতদিন বিভিন্ন সরকার তা করেনি৷ অনেক বেসরকারী স্কুল ও সর্বভারতীয় বোর্ড পরিচালিত স্কুল এতদিন বাংলা পড়ানোই হত না বা বাংলাকে নামমাত্র ঐচ্ছিক ভাষা হিসাবে রেখে দিয়েছিল৷ এতে এরাজ্যের অনেক ধনী ও তথাকথিত শিক্ষিত বাঙালী পরিবারের ছেলে-মেয়েরাও তাদের মাতৃভাষাটাই ঠিক ভাবে বলতে বা লিখতে পারে না৷ ইংরাজী ভাষায় বা বাংরেজী (বাংলা+ ইংরাজী মিশ্রিত) ভাষায় কথা বলতে অভ্যস্ত হয়ে পড়েছে৷ ফলে বাংলা ভাষার প্রতি --- মাতৃভূমির প্রতি তাদের শ্রদ্ধা ও ভালবাসার অভাব দেখা দিচ্ছে৷ তাছাড়া, বাংলার বাইরে থেকে অনেকে এখান এসে এখানে পড়াশোণা করে স্থানীয় ছেলে-মেয়েদের বঞ্চিত করে এখানকার চাকুরী ক্ষেত্রগুলি দখল করে বসেছে, এখানকার প্রতিযোগিতা মূলক পরীক্ষাগুলিতেও অনেক ক্ষেত্রে তারা ভাল ফল করছে৷ এখানে বাংলা পড়া ও পাশ করা বাধ্যতামূলক হলে বাইরের ছাত্র এসে এখানকার স্কুলগুলির আসন দখল করার প্রবণতাও কিছুটা কমবে বলে বিশেষজ্ঞরা মনে করেন৷
এরাজ্যে অনেক আগে থেকে--- এখানকার সমস্ত স্কুলে বাংলা শিক্ষাকে বাধ্যতামূলক করা উচিত ছিল৷ এজন্যে ‘আমরা বাঙালী’ দল অনেক দিন থেকে আন্দোলনও করে আসছে৷ শুধু তাই নয়, তাদের দাবী এরাজ্যের সমস্ত সরকারী বেসরকারী কাজ-কর্মে , দোকানের সাইনবোর্ডে ও হিসাবরক্ষার কাজে বাংলার ব্যবস্থার বাধ্যতামূলক করতে হবে৷ বিগত সরকারগুলি বিভিন্ন সময় নীতিগতভাবে এ দাবী মেনে নিলেও আজও বাস্তবে এ দাবী মানা হচ্ছে না৷ রাজ্য সরকার এ ব্যাপারে এখনও কঠোর পদক্ষেপ নিচ্ছেন না, যা অবিলম্বে করা উচিত৷ আর রাজ্যের সব স্কুলে যেহেতু বাংলা বাধ্যতামূলক করতে হবে, দার্জিলিঙের ক্ষেত্রেও যেন এই নীতির ব্যতিক্রম না হয়৷ এ ব্যাপারেও সরকারকে কঠোর ব্যবস্থার নিতে হবে৷