সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ১৫ই মার্চ হাওড়া জেলার রামরাজাতলায় পদার্পন দিবস পালন করা হয়৷ ১৯৭৯ সালে ১৫ই মার্চ মার্গগুরুদেব পরমশ্রদ্ধেয় শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী রামরাজাতলায় শংকর মঠে পদার্পন করেছিলেন৷ সেই উপলক্ষ্যে ঐ দিন পদার্পন দিবস পালিত হয়৷ জেলার মার্গী ভাই বোনেরা উপস্থিত ছিলেন৷ এছাড়া আনন্দমার্গ প্রচারক সংঘের কেন্দ্রীয় কমিটির পক্ষে আচার্য সুতীর্থানন্দ অবধূত, আচার্য তন্ময়ানন্দ অবধূত ও আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত উপস্থিত ছিলেন৷ সেইদিন মার্গগুরুদেব প্রবচন দিয়েছিলেন---‘‘প্রকৃত গুরু কে’’৷ আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত মার্গগুরুদেবের প্রবচনের উপর মনোজ্ঞ আলোচনা করেন৷ এরপর জেলার রাওয়া শিল্পীরা প্রভাতসঙ্গীত অবলম্বনে সাংসৃকতিক অনুষ্ঠান করেন৷