রানাঘাটে ব্লক লেবেল সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

স্থানীয় আনন্দমার্গীদের অকুন্ঠ সহযোগিতায় ৫০ শোর্ধ আনন্দমার্গীর উপস্থিতিতে গত ২৯শে সেপ্ঢেম্বর ২০২৪ রবিবার নদীয়া জেলার অন্তর্গত রানাঘাট ব্লক ১ এর সেমিনার অনুষ্ঠিত হ’ল নদীয়া জেলার (পানপাড়া, হবিবপুর) দুর্গাপুর আনন্দমার্গ স্কুলে৷ সেমিনারে আনন্দমার্গ দর্শনের ‘সাধনা’ বিষয় নিয়ে মুল্যবান আলোচনায় অংশ গ্রহন করেন কৃষ্ণনগর ডিটএস ---এল তথা কৃষ্ণনগর আনন্দমার্গ সূকলের অধ্যক্ষা ব্রহ্মচারিণী শুদ্ধা আচার্যা ও আনন্দমার্গ দর্শনের ‘প্রমা’ বিষয়ে আলোচনা করেন---গৌরাঙ্গ ভট্টাচার্য৷ সেমিনারটি পরিচালনা করেন নদীয়ার ভুক্তিপ্রধান ডাঃ বৃন্দাবন বিশ্বাস৷ পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন ভুক্তি কমিটির শিক্ষা সচিব শ্রীনিল চন্দ্র বিশ্বাস ও স্থানীয় ইউনিট সেক্রেটারী সুকান্ত বিশ্বাস৷ সেমিনারে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ডায়োসিস সচিব আচার্য পরাজ্ঞানান্দ অবধূত৷ বিশিষ্ট তাত্বিক ও সু-বক্তা শ্রী গোরাচাঁদ দত্ত, বিশিষ্ঠ শিক্ষাব্রতী ও প্রাবন্ধিক শ্রী মনোরঞ্জন বিশ্বাস৷ শ্রী আনন্দ মন্ডল,শ্রীগোবিন্দবিশ্বাস, রাওয়া সচিব শ্রীবিকাশ মন্ডল প্রমূখ