গত ২৫শে আগষ্ট ২০২৪ তারিখে হুগলী ওম্যান কলেজে শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী রচিত, সুরারোপিত প্রভাত সঙ্গীত অবলম্বনে রেঁণেশা আর্টিষ্ট এ্যাণ্ড রাইটার্স এ্যাসোসিয়েশন (রাওয়া) এর সদস্যগণ দ্বারা পরিচালিত এক সঙ্গীত, নৃত্য ও অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়, এই প্রতিযোগিতায় হুগলী জেলার বহু, স্কুল, কলেজ ও এ্যাকাডেমির ছাত্র ও ছাত্রারা অংশগ্রহণ করেন৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনন্দমার্গের সন্ন্যাসিনী অবধূতিকা আনন্দ অভিষা আচার্যা ও অবধূতিকা আনন্দগতিময়া আচার্যা৷ স্থানীয় বিধায়ক শ্রীসিত মজুমদার, চুঁচুড়া, প্রাক্তন চেয়ারম্যান শ্রী গৌরকান্তি মুখার্জী, চুঁচুড়া পৌরসভা শ্রী মেঘদূত রায় ভাইস প্রেসিডেন্ট, হাওড়া প্রেস ক্লাব, মৌসুমী বসু চ্যাটার্জী, স্থানীয় কাউন্সিলার৷ বিচারক হিসাবে উপস্থিত ছিলেন শ্রী লক্ষণ বাগদী শ্রীমতী মিঠুবাগদী (বিশ্বভারতী, শান্তিনিকেতন) শ্রীমতী ঊন্মেষা ঘোষ ও অবধূতিকা আনন্দ অভীষা আচার্যা (কলকাতা)
এই অনুষ্ঠানে আনুমানিক ২৫০জন প্রতিযোগী ও তাঁদের অভিভাবকরা উপস্থিত ছিলেন৷ এই রকম মনগ্রাহী ও বিনোদনমূলক অনুষ্ঠানে পুরষ্কার বিতরণের পর রাওয়া-এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রিয়াংকা দাস৷