রাওয়া পরিচালিত সঙ্গীত, নৃত্য ও অঙ্কন প্রতিযোগিতা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৫শে আগষ্ট ২০২৪ তারিখে হুগলী ওম্যান কলেজে শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী রচিত, সুরারোপিত প্রভাত সঙ্গীত অবলম্বনে রেঁণেশা আর্টিষ্ট এ্যাণ্ড রাইটার্স এ্যাসোসিয়েশন (রাওয়া) এর সদস্যগণ দ্বারা পরিচালিত এক সঙ্গীত, নৃত্য ও অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়, এই প্রতিযোগিতায় হুগলী জেলার বহু, স্কুল, কলেজ ও এ্যাকাডেমির ছাত্র ও ছাত্রারা অংশগ্রহণ করেন৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনন্দমার্গের সন্ন্যাসিনী অবধূতিকা আনন্দ অভিষা আচার্যা ও অবধূতিকা আনন্দগতিময়া আচার্যা৷ স্থানীয় বিধায়ক শ্রীসিত মজুমদার, চুঁচুড়া, প্রাক্তন চেয়ারম্যান শ্রী গৌরকান্তি মুখার্জী, চুঁচুড়া পৌরসভা শ্রী মেঘদূত রায় ভাইস প্রেসিডেন্ট, হাওড়া প্রেস ক্লাব, মৌসুমী বসু চ্যাটার্জী, স্থানীয় কাউন্সিলার৷ বিচারক হিসাবে উপস্থিত ছিলেন শ্রী লক্ষণ বাগদী শ্রীমতী মিঠুবাগদী (বিশ্বভারতী, শান্তিনিকেতন) শ্রীমতী ঊন্মেষা ঘোষ ও অবধূতিকা আনন্দ অভীষা আচার্যা (কলকাতা)

এই অনুষ্ঠানে আনুমানিক ২৫০জন প্রতিযোগী ও তাঁদের অভিভাবকরা উপস্থিত ছিলেন৷ এই রকম মনগ্রাহী ও বিনোদনমূলক অনুষ্ঠানে পুরষ্কার বিতরণের পর রাওয়া-এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রিয়াংকা দাস৷