২২শে সেপ্ঢেম্বর:- আনন্দমার্গ প্রচারক সংঘের সাংস্কৃতিক প্রকোষ্ঠ ‘রেনেসাঁ আর্টিস্ট এন্ড রাইটার্স’ এসোসিয়েশন (রাওয়া) আয়োজিত প্রভাত সঙ্গীতের ৪২তম বর্ষে কলিকাতার তিলজলাতে অবস্থিত সংঘের কেন্দ্রীয় কার্যালয়ে ২২শে সেপ্ঢেম্বর অনুষ্ঠিত প্রভাত সঙ্গীত ও প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য ও অঙ্কনের গ্লোবাল কম্পিটিশনের চূড়ান্ত প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিযোগিদের মধ্যে রামনগর কেন্দ্রের প্রতিযোগিরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে৷ অঙ্কন ‘ক’ বিভাগে বালিসাইবাসী ছোট্ট তৃষানজিৎ পাল সেরার সেরা ‘রাওয়া রত্ন’, অঙ্কন ‘খ’ বিভাগে বড়রাঙ্কুয়াবাসী দিশিতা ঘোড়াই ‘ত্রিরত্ন’, সঙ্গীত ‘গ’ বিভাগে অলংকারপুরবাসী প্রত্যূষা জানা ও গোপালপুরবাসী সান্তনু জানা ‘নবরত্ন’ উপাধিতে ভূষিত হয় এবং পুরস্কার ও সংশাপত্র প্রাপ্ত হয়৷ রামনগর কেন্দ্রের প্রতিযোগিদের এই অভূতপূর্ব সাফল্যে স্বভাবতই সংশ্লিষ্ট অভিভাবক - অভিভাবকা, শিক্ষক - শিক্ষিকা, এলাকাবাসী ও রামনগর কেন্দ্রের উদ্যোক্তাগণ, সম্পাদক বিদ্যাসাগর মাহাত প্রত্যেকেই অত্যন্ত আনন্দিত ও গর্বিত৷ সকলেই বিজয়ীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়