ক্যান্সারের টিকা প্রস্তুত করেছে রাশিয়ার বিজ্ঞানীরা৷ এমনটাই দাবী করেছেন সেদেশের প্রধান সংবাদ মাধ্যমগুলি৷ বিখ্যাত দা ল্যাণ্ডসেট পত্রিকায় কয়েক মাস আগে এই বছরই একটি প্রতিবেদন প্রকাশিত হয়৷ তবে ওই প্রতিবেদনে রাশিয়ার নাম উল্লেখ ছিল না৷ তবে ক্যান্সারের এই চিকিৎসার কথা উল্লেখ ছিল৷
খবরে প্রকাশ আগামী বছর থেকেই রাশিয়া বাসী এই টিকার সুবিধা পাবে৷ এমনটাই দাবী করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ রাশিয়ার বিজ্ঞানীরা দাবী করে---প্রাকৃতিক উপাদান থেকে এই টিকা তৈরী করা হয়েছে৷ তাই বড় ধরণের কোন পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কা নেই৷ সাধারণ ইনজেকশনের মাধ্যমেই এই টিকাকরণ করা সম্ভব হবে৷ টিকার নামকরণ এখনও হয়নি৷
বিশ্বে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা ক্যান্সার নিয়ে গবেষণা করছেন৷ তাদেরও লক্ষ্য ক্যান্সারের টিকা আবিষ্কার৷ অনেকেই মনে করে রাশিয়া নাম কেনার জন্য হয়তো তাড়াহুড়ো করে এই খবর প্রকাশ করেছে৷