সংবাদদাতা
পি.এন.এ.
সময়
ন্যাটো ইউক্রেনের সঙ্গে হাত মেলাতে পারে সেই ইঙ্গিত পেয়েই কি তবে রাশিয়া ভিতরে ভিতরে পরমাণু যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? ব্রিটিশ সংবাদপত্র মিরর-এর একটি রিপোর্টে সেই জল্পনাই তৈরী হয়েছে৷ তাদের খবর অনুযায়ী ফিনল্যাণ্ড-নরওয়ে সীমান্ত বরাবর অস্ত্রবহনে সক্ষম ১১টি যুদ্ধবিমান মোতায়েন করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ বেশ কিছু উপগ্রহ চিত্রের ভিত্তিতে এমনই চাঞ্চল্যকর দাবী করেছে তারা৷
ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার বিরুদ্ধে খড়গহস্ত আমেরিকা সহ বহু ইউরোপীয় দেশ৷ তাদের অভিযোগ তলে তলে পরমাণু হামলায় প্রস্তুতি নিচ্ছে পুতিন৷ সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ও জানিয়েছে নিজেদের রক্ষা করতে যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে৷