সংবাদদাতা
পি.এন.এ.
সময়
সমুদ্রের জলে জাল ফেলে রীতিমতো লক্ষ্মীলাভ হল এক মৎস্যজীবীর৷ জাল টেনে তুলতেই পাওয়া গেছে প্রায় ৩৫০ মন মাছ৷ ওই পরিমাণ মাছগুলি বিক্রি করে কয়েক লক্ষ টাকা পেলেন ওই মৎস্যজীবী৷ ঘটনাটি বাংলাদেশের কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরী দ্বীপ এলাকার৷ বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো সূত্রে খবর, শনিবার বিকেলে মহম্মদ কলিম উল্লাহ নামে এক মৎসজীবীর জালে বিভিন্ন প্রজাতির প্রায় ৩৫০ মন মাছ ধরা পড়ে৷ পরে ওই মাছগুলি কয়েক জন ব্যবসায়ীর কাছে মোট ৯ লক্ষ টাকায় বিক্রি করেন তিনি, জানা গিয়েছে, গত শনিবার ভোরে জাল ফেলেছিলেন ওই মৎস্যজীবী৷ বিকেলে ওই জাল টেনে তোলা হয়৷ তবে ওই মৎস্যজীবী একলা জাল টানতে পারেননি৷ এত সংখ্যক মাছ ধরা পড়ায় প্রায় ১৫ জন মিলে ওই জাল টেনে তোলেন৷ তারপরই এত পরিমাণ মাছ দেখে হতবাক হয়ে যান সকলে৷ অবশ্য,অতীতেও প্রচুর মাছ ধরে লাভের মুখ দেখেছিলেন ওই মৎস্যজীবী৷