রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় আনন্দমূর্ত্তিজীর অবদানেরওপর আলোচনা সভা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৩শে জুলাই উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক বিভাগের পক্ষ থেকে একটি আলোচনা সভার আয়োজন করা হয় শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী আধ্যাত্মিক দর্শন, নব্যমানবতাবাদ ও সমাজতত্ত্বের ওপর৷ অধিবেশনে সভাপতিত্ব করেন অধ্যাপক ডঃ প্রশান্ত কুমার মহলা৷ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আনন্দমার্গ প্রচারক সংঘের কেন্দ্রীয় জন সংযোগ সচিব আচার্য দিব্যচেতনানন্দ অবধূত৷ তিনি আনন্দমার্গ দর্শনে সৃষ্টিচক্র বিষয়ে আলোচনা করেন৷ আলোচনার বিষয়বস্তু ছিল জগতের বিকাশে জড় সংঘাত, ভাব সংঘাত ও বৃহতের আকর্ষণের প্রভাব যা মানুষকে তার জীবনের পরমলক্ষ্যে পৌঁছে দেবে৷ এছাড়া তিনি আনন্দমূর্ত্তিজী প্রবর্তিত নব্যমানবতাবাদের ওপরেও আলোচনা করেন৷ মানবতাবাদে শুধু মানুষের কথাই ভাবা হয়৷ কিন্তু আনন্দমূর্ত্তিজী প্রবর্ত্তিত নব্যমানবতা দর্শনে মানুষ ছাড়াও পশু, পাখি, তরুলতা সবার কথাই মানুষকে ভাবতে হবে৷ কারণ সবাইকে নিয়েই সমাজ, একজনকে উপেক্ষা করলে সমাজের ভারসাম্য নষ্ট হবে৷ এছাড়া তিনি আনন্দমার্গ দর্শনে সামাজিক অর্থনৈতিক তত্ত্ব নিয়েও আলোচনা করেন৷ যেখানে প্রতিটি মানুষের জীবন ধারণে সর্বনিম্ন প্রয়োজন পূর্ত্তির নিশ্চিততার কথা বলা হয়েছে৷