ছট্পূজায় যাতে রবীন্দ্র সরোবরের জল দূষিত না হয়, তার জন্য গত বছরই হাইকোর্ট থেকে রবীন্দ্র সরোবরে ছট্পূজায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল৷ তা সত্ত্বেও কিছু সংখ্যক লোক রবীন্দ্র সরোবরের গেটের তালা ভেঙে ছট্পূজা করেছিল৷ এ বছর রবীন্দ্র সরোবরে দূষণ রুখতে ‘আমরা বাঙালী’ কয়েকজন কর্মী কেন্দ্রীয় সংঘটন সচিব জয়ন্ত দাশের নেতৃত্বে ছট্পূজার আগের দিন রবীন্দ্র সরোবরের মূল গেটে বিক্ষোভ প্রদর্শন করেন ও বিভিন্ন দাবী দাওয়া সম্বলিত পোষ্টার সরোবরের চারিদিকে লাগিয়ে দেন৷
রাজ্য সরকারের তরফ থেকে এবছর রবীন্দ্র সরোবরে দূষণ রুখতে ও ছট্পূজা বন্ধ করতে করা ব্যবস্থা নেওয়া হয়েছে৷ গেটে তালা মারার পরেও বাঁশের বেড়া তৈরী করে সামনে পুলিশ পোষ্টিং করে দেওয়া হয়েছে যাতে কোনভাবেই সরোবরে নেমে ছট্পূজা করতে না পারে৷ তবে ছট্পূজা যাতে নির্বিঘ্নে হয় তার জন্য বেশ কিছু জায়গায় কৃত্রিম জলাশয় নির্মাণও করা হয়েছে৷