গত কালবৈশাখীর ঝড়ে রবীন্দ্র সরোবরে নৌকা উল্টে দুই স্কুল ছাত্রের মৃত্যু হওয়াতে সেখানে রোয়িং বন্ধ করা হওয়াতে সমস্যায় পড়েছে বাঙলার রোয়িং৷ জাতীয় প্রতিযোগিতায় বাঙলার অংশগ্রহণ নিয়ে বড় প্রশ্ণ দেখা দিয়েছে৷ কারণ, অনুশীলন তো দূরের কথা, দল নির্বাচন কী ভাবে হবে, সেটাই বুঝে উঠতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷ হয়তো বাঙলার দল নির্বাচন হতে পারে পাশের রাজ্য ওড়িশায়৷
আগামী ২০ থেকে ২৬শে জুন শ্রীনগরের ডাল লেকে অনূধর্ব১৫ সাব জুনিয়র জাতীয় রোয়িং৷ একই সঙ্গে সেখানে হবে আন্তঃরাজ্য জাতীয় রোয়িং৷ জানা গেল, বাঙলার প্রায় ৬৫ জন রোয়ার এই দুটি প্রতিযোগিতায় নামতে আগ্রহী৷ কিন্তু যেহেতু দুই রোয়ারের মৃত্যুর ঘটনার পরে রবীন্দ্র সরোবরে রোয়িং বন্ধ করে দেওয়া হয়েছে, বাংলার দল নির্বাচন কীভাবে হবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে৷ তাই ওয়েষ্ট বেঙ্গল অ্যাসোসিয়েশম ঠিক করেছে দল নির্বাচনের প্রক্রিয়া ওড়িশার জগতপুরে সাইয়ের যে ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স আছে, সেখানে করবে৷ তারা এ ব্যাপারে ওড়িশা সাইয়ের কাছে আবেদনও করেছে৷ কিন্তু এখানেও বেশ কিছু প্রশ্ণ আছে৷ ওড়িশার রোয়িংয়ের জন্য সুরক্ষার কী ব্যবস্থা আছে? বাংলা দলের নির্বাচন ওড়িশায় হলে সেখানকার নিরপত্তার দায়িত্ব কারা নেবে? যেহেতু অনূধর্ব-১৫ স্তরের দল নির্বাচন হবে, সেখানে প্রতিযোগীরা সবাই স্কুল পড়ুয়া৷ এত দূরে যদি ট্রায়াল হয়, অভিভাবকরা এখনই তাদের সন্তানদের এই ঝুঁকির মধ্যে ফেলে দেবেন কি? এর জন্যে সমস্যায় পড়েছে বাঙলার রোয়িং৷