গত ৩রা অক্টোবর রেলের হকার উচ্ছেদের বিরুদ্ধে ‘আমরা বাঙালী’ উঃ ২৪ পরগণা জেলা কমিটির কর্মী ও সমর্থকবৃন্দ নৈহাটি স্টেশনে বিক্ষোভ প্রদর্শন করেন৷ কেন্দ্রীয় কমিটির সাংঘটনিক সচিব শ্রী জয়ন্ত দাশ বলেন--- বিকল্প জীবিকার ব্যবস্থা না করে কারও জীবিকার ওপর হস্তক্ষেপ করা অমানবিক কাজ৷ বর্তমান কেন্দ্রীয় সরকার এই অমানবিক কাজই করছে বিশেষ করে বাঙালী অধ্যুষিত অঞ্চলে৷ এই স্টেশনে দীর্ঘদিন ধরে যারা হকারি করে জীবিকা নির্বাহ করে, যাদের উপার্জনের ওপর এক একটি পরিবারের ৫-৭ জন নির্ভর করে আছে হঠাৎ করে তাদের উচ্ছেদ করলে তাদের রুজি রোজগার বন্ধ হলে সমাজে অরাজকতা সৃষ্টি হবে তার জন্য দায়ী থাকবে কেন্দ্রীয় সরকার ও রেল কর্ত্তৃপক্ষ৷ তাই ‘আমরা বাঙালীর স্পষ্ট দাবী বিকল্প জীবিকার ব্যবস্থা না করে একটি হকারকেও স্টেশন থেকে উচ্ছেদ করা চলবে না৷ সভায় বক্তব্য রাখেন সমতটের সাংঘটনিক সচিব অরূপ মজুমদার,ছাত্রনেতা তপোময় বিশ্বাস, মহিলাসমাজের নেত্রী সাগরিকা পাল প্রমুখ৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়