২১শে ফেব্রুয়ারি ২০২৩, সমগ্র বাঙালীস্তান জুড়ে জেলায় জেলায় আমরা বাঙালী সংঘটনের পক্ষ থেকে ‘‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’’ পালন করা হয়৷ পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর চবিবশ পরগণা, দক্ষিণ চবিবশ পরগণা, হাওড়া, হুগলী, মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, ঝাড়খণ্ডের টাটানগর, বোকারো, অসম ও ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্থানে যথোচিত মর্যাদার সঙ্গে এই দিনটি পালন করা হয় ও ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়৷ ‘‘আমরা বাঙালী’’ কেন্দ্রীয় কমিটির’’ পক্ষ থেকে মূল অনুষ্ঠানটি হয় কলকাতার বাগবাজার বাটার মোড়ে৷ উত্তর চবিবশ পরগণার কাকিনাড়া থেকে একটি, দক্ষিণ কলকাতা থেকে একটিও হাওড়া থেকে একটি মোট তিনটি ভাষা আন্দোলনের তথ্য সম্বলিত ব্যানার, ফেস্টুন দ্বারা সুসজ্জিত গাড়ি যাত্রা পথের বিভিন্ন অঞ্চল ঘুরে বাগবাজার বাটার মোড়ে পৌঁছায়৷ অনুষ্ঠান মঞ্চে শহীদ বেদীতে ভাষা শহীদদের উদ্দেশে পুষ্পার্ঘ অর্পন করেন আমরা বাঙালীর কেন্দ্রীয় সচিব, অন্যান্য কেন্দ্রীয় নেতৃত্ব ও উপস্থিত সদস্য সদস্যাবৃন্দ৷ অনুষ্ঠানের শুরুতেই ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়৷ এরপর স্পান্দনিক গোষ্ঠীর সদস্য সদস্যাগণ ভাষা সম্পর্কিত প্রভাত সঙ্গীত পরিবেশন করেন৷ পথ সভায় কেন্দ্রীয় সচিব শ্রী জ্যোতিবিকাশ সিন্হা ও অন্যান্য নেতৃবৃন্দ ভাষা আন্দোলন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে বক্তব্য রাখেন৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়