রণে ভঙ্গ

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি, বাজারে দ্বিগুন টাকা নিয়ে গিয়েও অর্ধেক থলি ভরে না৷ সংসদের অধিবেশন চলছে৷ এমন একটা বিষয় নিয়ে আলোচনা হওয়াটাই সঙ্গত৷ কিন্তু সংসদে প্রধানমন্ত্রীর দেখা নেই৷ অস্বস্তিকর বিষয় নিয়ে তিনি নীরব থাকতেই পছন্দ করেন৷ তাই সংসদকে এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ অবশ্য বিরোধীদের অভিযোগ প্রধানমন্ত্রী পালিয়ে বেড়াচ্ছেন জবাব দেওয়ার ভয়ে৷

কদিন আগেই গলা ফুলিয়ে বলেছেন তিনিই একমাত্র প্রধানমন্ত্রী যিনি গরিবের জন্য কাজ করেন৷ বিরোধীদের বক্তব্য উনি গরিবের জন্যেও কাজ করেন৷ কারণ গরীবকে দরিদ্র সীমার নীচে পাঠিয়ে দেওয়াটাও গরিবের জন্য কাজই বটে৷ করোনাকালেও যখন ধনকুবেররা তাদের ধনের সম্পদ বাড়িয়েছেন, তখন সাধারণ মধ্যবিত্ত কাজ হারিয়ে দরিদ্র হয়েছে৷ এটাও দরিদ্রের জন্যই কাজ প্রধানমন্ত্রী করেছেন৷

এসব প্রসঙ্গ সংসদে ওঠারই কথা যখন পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে৷ এইসব অস্বস্তিকর বিষয় এড়িয়ে যেতেই প্রধানমন্ত্রীকে ১৭দিনে মাত্র দু’দিন সংসদে দেখা গেছে৷ এবার আর  পলায়ন নয়৷ একেবারে রণে ভঙ্গ৷ তাই সংসদ শেষ হওয়ার একদিন আগেই সংসদের গুরুত্বপূর্ণ বাজেট অধিবেশন শেষ৷